বর্তমানে অত্যন্ত ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। আপাতত এই নিম্নচাপের অবস্থান ঝাড়খণ্ড ও তার লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে এই নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ের দিকে সরবে।
একই সময়ে, মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ড-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলেই দক্ষিণবঙ্গের উপর আরও একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এই দুইয়ের মিলিত প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতিবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ কলকাতা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নাপের অবস্থান বদলের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে কয়েকদিনের জন্য। আর্দ্রতার জন্য প্যাচপ্যাচে গরম থাকবে।
মৎস্যজীবীদের উদ্দেশে আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, উত্তাল সমুদ্রের কারণে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যাওয়া একেবারে নিরাপদ নয়। যারা এখনও গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আবহাওয়া দফতর ও রাজ্য প্রশাসন। আবহাওয়ার আরও অবনতির আশঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।