Homeখবরদেশদফায় দফায় আলোচনার দিন শেষ, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বার্তা জয়শঙ্করের

দফায় দফায় আলোচনার দিন শেষ, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বার্তা জয়শঙ্করের

প্রকাশিত

নয়াদিল্লি: পাকিস্তানকে নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে একটি দৃঢ় বার্তা ঘোষণা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, এ ব্যাপারে “পাকিস্তানের সঙ্গে দফায় দফায় আলোচনা”র যুগ শেষ হয়েছে।

শুক্রবার দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন যে “প্রত্যেক ক্রিয়ার একটা পরিণতি আছে”। পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করে এবং নয়াদিল্লির অবস্থানকে আবার এক বার নিশ্চিত করে তিনি বলেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না।

জয়শঙ্কর বলেন, “যে দিন থেকে ৩৭০ অনুচ্ছেদ করা হয়েছে, জম্মু ও কাশ্মীর উদ্বেগ রয়েছে। তাই, সমস্যা হল আমরা পাকিস্তানের সঙ্গে কী ধরনের সম্পর্কের কথা ভাবতে পারি”। তাঁর মন্তব্যে স্পষ্ট এই বিষয়ে আর কোনও আপস করা হবে না।

তিনি আরও জোরের সঙ্গে বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের লেনদেনে নিষ্ক্রিয় থাকবে না। আমি যা বলতে চাই তা হল আমরা নিষ্ক্রিয় নই। কোনো ঘটনা ইতিবাচক বা নেতিবাচক হোক না কেন, যেভাবেই হোক, আমরা প্রতিক্রিয়া জানাব”।

তিনি আরো বলেন, “প্রতিবেশীদের নিয়ে সবসময় একটি সমস্যা থেকে যায়। বিশ্বের যেকোনো দেশের দিকে তাকালে সেটাই দেখা যায়। কারণ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা সবচেয়ে কঠিন কাজ। এগুলো কখনো সমাধান করা যাবে না। প্রতিবেশীদের সঙ্গে সমস্যা চলতেই থাকে। মানুষ অনেক সময় বলে যে বাংলাদেশে এটা হচ্ছে, মলদ্বীপে সেটা হচ্ছে। আমি বলি যে নিজেদের প্রতিবেশীদের সঙ্গে কোন দেশগুলির প্রতিদ্বন্দ্বিতা নেই, তা দেখার জন্য বিশ্বজুড়ে তাকাতে হবে। আমি মনে করি এটাই প্রতিবেশীদের স্বভাব। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সবসময় একই থাকে না।”

এর আগেও জয়শঙ্কর বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টায় কেন্দ্র সন্ত্রাসবাদকে “উপেক্ষা” করতে পারে না। সন্ত্রাসবাদ এখন পাকিস্তানে প্রায় একটি “শিল্প স্তরের” সমস্যা হয়ে উঠেছে। ভারতের বর্তমান নীতির নিরিখে এই ধরনের হুমকি সহ্য করার নয়। সেদিকে তাকিয়েই পরবর্তী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।