Homeখবরদেশমহুয়া মৈত্রর সাংসদপদ বাতিলের সুপারিশ, ৫০০ পাতার রিপোর্ট এথিক্স কমিটির

মহুয়া মৈত্রর সাংসদপদ বাতিলের সুপারিশ, ৫০০ পাতার রিপোর্ট এথিক্স কমিটির

প্রকাশিত

নয়াদিল্লি: ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ বিতর্কে মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজের সুপারিশ করল লোকসভার এথিক্স কমিটি। জমা পড়ল পাঁচশো পাতার রিপোর্ট। কমিটির মতে, ‘এই ঘটনার তদন্ত করা উচিত ভারত সরকারের’।

বৃহস্পতিবার ফের বৈঠক বসার কথা এথিক্স কমিটির। তার আগে ওই খসড়া রিপোর্ট সামনে এসেছে। তাতে বলা হয়েছে, মহুয়াকে আর সংসদ থাকতে দেওয়া যায় না। অবিলম্বে তাঁর সাংসদ পদ বাতিল করা উচিত। শুধু তাই নয় মহুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত বলেও জানিয়েছে নীতি কমিটি। মহুয়ার কার্যকলাপকে ‘অনৈতিক’, ‘অত্যন্ত আপত্তিকর’, ‘অপরাধমূলক’ এবং ‘জঘন্য’ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এথিক্স কমিটির সুপারিশে দাবি করা হয়েছে, শ্রীমতি মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী দর্শন হীরানন্দানির মধ্যে যে টাকার লেনদেনের হদিশ মিলেছে, তাকে ‘quid pro quo’ অর্থাৎ বেআইনি লেনদেন বলে গন্য করা উচিত এবং ভারত সরকারের উচিত, বিষয়টি নিয়ে আইনি পথে, প্রাতিষ্ঠানিক ভাবে  তদন্ত চালানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করা। 

এন়ডিটিভির খবর অনুযায়ী, ‘অত্যন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য এবং অপরাধী’ বলে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে মন্তব্য সংসদীয় এথিক্স কমিটির। ওই মিডিয়া রিপোর্ট বলছে, মহুয়া মৈত্রর খুব কঠিন শাস্তির দাবি করেছে কমিটির রিপোর্ট।  কমিটির আরও সুপারিশ, ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ বিতর্কে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইন ও প্রাতিষ্ঠানিক তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকারের’। 

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইন-কে মহুয়া বলেন, ‘‘এটা তো প্রথম থেকেই জানা ছিল। যা হবে, দেখা যাবে। ওরা যত বেশি এ সব করবে, আমরা তত বেশি ওদের বিরুদ্ধে লড়ব।’’

গত বৃহস্পতিবার  ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে এথিক্স কমিটির সামনের হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু মাঝ-পথেই বৈঠক থেকে ওয়াকআউট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ-সহ বিরোধীরা। কক্ষের বাইরে চলে তুমুল বিক্ষোভ। বৃহস্পতিবার ফের বৈঠক বসার কথা এথিক্স কমিটির। তার আগে ওই খসড়া রিপোর্ট সামনে এসেছে।

আরও পড়ুন: ‘বালুকে ফাঁসানো হয়েছে’, জ্যোতিপ্রিয়র গ্রেফতারিতে ফের সরব মমতা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শেষ চারে, কী অঙ্কে জায়গা হতে পারে ভারতের?  

খবর অনলাইন ডেস্ক: মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। ইতিমধ্যেই সেমিফাইনালে...

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।

দেদার শব্দবাজিতে আতঙ্ক কলকাতায়! দূষণ কম দাবি পুলিশের, কিন্তু তথ্য বলছে অন্য কথা

দীপাবলির রাতে গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানোয় নাকাল কলকাতা। পুলিশ কমিশনার দাবি করলেন, দূষণ কমেছে আগের বছরের তুলনায়, কিন্তু রাতের রিপোর্টে চিত্র একেবারে উল্টো।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।