Homeখবরদেশকেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় আসছেন সত্তরোর্ধ্ব সকলেই

কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় আসছেন সত্তরোর্ধ্ব সকলেই

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সত্তর বছর বা তার বেশি বয়সের সকলকেই কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর অন্তর্ভুক্ত করা হবে। কেন্দ্রীয় সরকার এই বিষয়টিতে অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠক হয়। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’য় (এবি পিএম-জেএওয়াই, AB PM–JAY) সাড়ে ৪ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবে। এই প্রকল্প অনুসারে পরিবারপিছু ৫ লক্ষ টাকা বিমা ধরা হয়েছে।

সরকার ওই বিবৃতিতে বলেছে, “এবি পিএম-জেএওয়াই-এ যে সুবিধা দেওয়া হয় তা সত্তর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিক পাবেন, তাঁদের আর্থ-সামাজিক অবস্থা যা-ই হোক না কেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে নতুন কার্ড দেওয়া হবে।”

সরকার থেকে জানানো হয়েছে, ‘এবি পিএম-জেএওয়াই’-এর ভোগ করছে এমন কোনো পরিবারের সত্তর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এই বিমায় নিজেদের জন্য আরও ৫ লক্ষ টাকার কভারেজ পাবেন। ওই পরিবারে ৭০ বছর বয়সের নীচে রয়েছেন এমন কারও সঙ্গে এই সুবিধা ভাগ করতে হবে না।

যেসব সত্তর বছর বয়সি বা সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিক ইতিমধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ্‌ স্কিম (সিজিএইচএস, CGHS), এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটরি হেলথ্‌ স্কিম (ইসিএইচএস, ECHS) বা আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড্‌ পুলিশ ফোর্স–এর (সিএপিএফ, CAPF) মতো অন্য সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাঁরা চলতি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন কিংবা ‘এবি পিএম-জেএওয়াই’-এর সুবিধা বেছে নিতে পারবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “আমরা প্রতিটি ভারতীয়কে সহজলভ্য, সাশ্রয়ী এবং উৎকৃষ্ট মানে স্বাস্থ্য পরিষেবা দিতে চাই।”

সরকারি বিবৃতিতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, সত্তর বা তার বেশি বয়সের প্রবীণেরা যদি কোনো বেসরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প বা এমপ্লয়িজ স্টেট ইন্সুর‍্যান্স স্কিমের সুবিধা ভোগ করেন, তাহলে তিনি ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা গ্রহণ করতে পারবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।