Homeখবরদেশকেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় আসছেন সত্তরোর্ধ্ব সকলেই

কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় আসছেন সত্তরোর্ধ্ব সকলেই

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সত্তর বছর বা তার বেশি বয়সের সকলকেই কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর অন্তর্ভুক্ত করা হবে। কেন্দ্রীয় সরকার এই বিষয়টিতে অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠক হয়। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’য় (এবি পিএম-জেএওয়াই, AB PM–JAY) সাড়ে ৪ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবে। এই প্রকল্প অনুসারে পরিবারপিছু ৫ লক্ষ টাকা বিমা ধরা হয়েছে।

সরকার ওই বিবৃতিতে বলেছে, “এবি পিএম-জেএওয়াই-এ যে সুবিধা দেওয়া হয় তা সত্তর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিক পাবেন, তাঁদের আর্থ-সামাজিক অবস্থা যা-ই হোক না কেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে নতুন কার্ড দেওয়া হবে।”

সরকার থেকে জানানো হয়েছে, ‘এবি পিএম-জেএওয়াই’-এর ভোগ করছে এমন কোনো পরিবারের সত্তর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এই বিমায় নিজেদের জন্য আরও ৫ লক্ষ টাকার কভারেজ পাবেন। ওই পরিবারে ৭০ বছর বয়সের নীচে রয়েছেন এমন কারও সঙ্গে এই সুবিধা ভাগ করতে হবে না।

যেসব সত্তর বছর বয়সি বা সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিক ইতিমধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ্‌ স্কিম (সিজিএইচএস, CGHS), এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটরি হেলথ্‌ স্কিম (ইসিএইচএস, ECHS) বা আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড্‌ পুলিশ ফোর্স–এর (সিএপিএফ, CAPF) মতো অন্য সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাঁরা চলতি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন কিংবা ‘এবি পিএম-জেএওয়াই’-এর সুবিধা বেছে নিতে পারবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “আমরা প্রতিটি ভারতীয়কে সহজলভ্য, সাশ্রয়ী এবং উৎকৃষ্ট মানে স্বাস্থ্য পরিষেবা দিতে চাই।”

সরকারি বিবৃতিতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, সত্তর বা তার বেশি বয়সের প্রবীণেরা যদি কোনো বেসরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প বা এমপ্লয়িজ স্টেট ইন্সুর‍্যান্স স্কিমের সুবিধা ভোগ করেন, তাহলে তিনি ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা গ্রহণ করতে পারবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।