Homeখবরদেশঅসমের জলমগ্ন কয়লা খনিতে আটকে ফালাকাটার সঞ্জিত সরকার, চলছে উদ্ধারকাজ

অসমের জলমগ্ন কয়লা খনিতে আটকে ফালাকাটার সঞ্জিত সরকার, চলছে উদ্ধারকাজ

প্রকাশিত

অসমের উমরাংসুর কয়লাখনিতে জলমগ্ন হয়ে আটকে পড়েছেন ফালাকাটার বাসিন্দা ৩৪ বছরের সঞ্জিত সরকার। পেশায় পরিযায়ী শ্রমিক সঞ্জিত বিভিন্ন রাজ্যে কাজ করলেও সম্প্রতি এই কয়লাখনিতে কাজে যোগ দেন। তাঁর আটকে পড়ার খবরে পরিবারের পাশাপাশি গোটা গ্রামের মানুষ গভীর উদ্বেগে রয়েছেন।

বুধবার সকাল থেকে খনিতে উদ্ধারকাজ চলছে। অসমের সংবাদমাধ্যম সূত্রে খবর, জল ভর্তি খনি থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। এখনও ওই খনিতে আটজন শ্রমিক আটকে রয়েছেন। 

সঞ্জিতের মা রিতা সরকার বলেন, “আমার স্বামী একসময় কয়লাখনিতে কাজ করতেন। এখন আমার ছেলে সেই কাজ নিয়েছিল। সে অসমে গিয়েছিল কাজের জন্য। কিন্তু আজ সকালে খবর পাই, সে খনির ভেতরে জলমগ্ন হয়ে আটকে পড়েছে। সারাদিন চেষ্টা করেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। আমার স্বামী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আমরা তার কাছ থেকে খবরের অপেক্ষায় রয়েছি।”

সঞ্জিতের পরিবারে রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা কৃষ্ণপদ সরকার, মা রিতা, স্ত্রী টুম্পা সরকার এবং চার বছরের সন্তান।

ফালাকাটা ব্লক প্রশাসন এবং স্থানীয় পুলিশ সঞ্জিতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই. রঘুবংশী বলেন, “আমরা নিখোঁজ শ্রমিকের পরিবার এবং অসমের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। উদ্ধারকাজের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”

সঞ্জিতের প্রতিবেশী সন্ধ্যা বলেন, “পুরো গ্রাম সঞ্জিতের জন্য দুশ্চিন্তায় আছে। আমরা প্রার্থনা করছি, যাতে ও নিরাপদে ফিরে আসে।”

ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, এনডিআরএফ এবং এসডিআরএফ তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ভারতীয় নৌবাহিনীর একটি ১২ সদস্যের দল মঙ্গলবার সন্ধ্যায় বিশাখাপত্তনম থেকে উমরাংসোতে পৌঁছায়। ইতিমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।