Homeখবরদেশ৫ দফা দাবিতে কৃষকদের সংসদ ভবন অভিযান, দিল্লি-এনসিআর জুড়ে নিরাপত্তা জোরদার

৫ দফা দাবিতে কৃষকদের সংসদ ভবন অভিযান, দিল্লি-এনসিআর জুড়ে নিরাপত্তা জোরদার

প্রকাশিত

সোমবার সংসদ ভবন অভিমুখে কৃষকদের মিছিল ঘিরে দিল্লি-এনসিআর অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মিছিল সংগঠিত করছে ভারতীয় কিষাণ পরিষদ (বিকেপি)। সংগঠনের নেতা সুখবীর খলিফা রবিবার এক সাংবাদিক বৈঠকে এই মিছিলের ঘোষণা করেন।

মিছিলটি দুপুর ১২টা নাগাদ মহামায়া ফ্লাইওভার থেকে শুরু হয়ে পায়ে হেঁটে এবং ট্রাক্টরে করে দিল্লির দিকে অগ্রসর হবে। গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড় এবং আগ্রা-সহ ২০টি জেলার কৃষকরা এই আন্দোলনে অংশ নেবেন।

কৃষকদের প্রধান পাঁচটি দাবি:

১. পুরনো ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী ১০ শতাংশ প্লট এবং ৬৪.৭ শতাংশ বেশি ক্ষতিপূরণ বরাদ্দ।

২. নতুন ভূমি অধিগ্রহণে বাজার মূল্যের চার গুণ ক্ষতিপূরণ এবং ২০১৪ সালের ১ জানুয়ারির পর অধিগৃহীত জমিতে ২০ শতাংশ প্লট বরাদ্দ।

৩. ভূমিহীন কৃষকদের সন্তানদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের সুযোগ।

৪. উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি আদেশ কার্যকর।

৫. জনবসতিপূর্ণ এলাকার যথাযথ পুনর্বাসন।

এই মিছিলকে কেন্দ্র করে নয়ডা-দিল্লি সীমান্তে ব্যারিকেড বসানো হয়েছে এবং কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। নয়ডা পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) শিবহরি মীনা জানান, চিল্লা, ডিএনডি বর্ডার এবং মহামায়া ফ্লাইওভার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতেও চেকপোস্ট বসানো হয়েছে।

অন্যান্য কৃষক সংগঠন, যেমন কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চা, ৬ ডিসেম্বর আরও একটি মিছিলের আয়োজন করছে। তাদের অন্যতম দাবি হল ন্যূনতম সমর্থন মূল্য (MSP) নিশ্চিত করা।

সব খবর পড়ুন এখানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।