সোমবার সংসদ ভবন অভিমুখে কৃষকদের মিছিল ঘিরে দিল্লি-এনসিআর অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মিছিল সংগঠিত করছে ভারতীয় কিষাণ পরিষদ (বিকেপি)। সংগঠনের নেতা সুখবীর খলিফা রবিবার এক সাংবাদিক বৈঠকে এই মিছিলের ঘোষণা করেন।
মিছিলটি দুপুর ১২টা নাগাদ মহামায়া ফ্লাইওভার থেকে শুরু হয়ে পায়ে হেঁটে এবং ট্রাক্টরে করে দিল্লির দিকে অগ্রসর হবে। গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড় এবং আগ্রা-সহ ২০টি জেলার কৃষকরা এই আন্দোলনে অংশ নেবেন।
কৃষকদের প্রধান পাঁচটি দাবি:
১. পুরনো ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী ১০ শতাংশ প্লট এবং ৬৪.৭ শতাংশ বেশি ক্ষতিপূরণ বরাদ্দ।
২. নতুন ভূমি অধিগ্রহণে বাজার মূল্যের চার গুণ ক্ষতিপূরণ এবং ২০১৪ সালের ১ জানুয়ারির পর অধিগৃহীত জমিতে ২০ শতাংশ প্লট বরাদ্দ।
৩. ভূমিহীন কৃষকদের সন্তানদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের সুযোগ।
৪. উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি আদেশ কার্যকর।
৫. জনবসতিপূর্ণ এলাকার যথাযথ পুনর্বাসন।
এই মিছিলকে কেন্দ্র করে নয়ডা-দিল্লি সীমান্তে ব্যারিকেড বসানো হয়েছে এবং কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। নয়ডা পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) শিবহরি মীনা জানান, চিল্লা, ডিএনডি বর্ডার এবং মহামায়া ফ্লাইওভার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতেও চেকপোস্ট বসানো হয়েছে।
অন্যান্য কৃষক সংগঠন, যেমন কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চা, ৬ ডিসেম্বর আরও একটি মিছিলের আয়োজন করছে। তাদের অন্যতম দাবি হল ন্যূনতম সমর্থন মূল্য (MSP) নিশ্চিত করা।
সব খবর পড়ুন এখানে