Homeখবরদেশ‘দৃষ্টি ঘোরানোর কৌশল’, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর-এর প্রতিক্রিয়ায় বলল কংগ্রেস

‘দৃষ্টি ঘোরানোর কৌশল’, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর-এর প্রতিক্রিয়ায় বলল কংগ্রেস

প্রকাশিত

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো থেকে ‘দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কৌশল’।  শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এক্স-এ পোস্ট করে বলেন, “এই এফআইআর বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা এবং অম্বেডকরের আদর্শ রক্ষার জন্য রাহুল গান্ধীর লড়াইয়ের প্রতিক্রিয়া মাত্র।”

তিনি আরও বলেন, “রাহুল গান্ধীজির বিরুদ্ধে মামলাটি বাবাসাহেবের উত্তরাধিকার রক্ষার জন্য গৌরবের প্রতীক। ইতিমধ্যেই বিজেপির প্রতিহিংসার কারণে রাহুলজি ২৬টি এফআইআরের সম্মুখীন হয়েছেন। এই নতুন এফআইআর কংগ্রেস বা রাহুলজিকে বিজেপি-আরএসএসের বর্ণবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়ানো থেকে বিরত করতে পারবে না।”

বৃহস্পতিবার দিল্লি পুলিশের তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ ভবনে সংঘর্ষের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, এই সংঘর্ষে দুই বিজেপি সাংসদ আহত হন।

বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশি পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তাকে শারীরিক হামলা এবং উস্কানির মাধ্যমে প্রাণনাশের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর এবং বাসুরি স্বরাজ অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন।

এফআইআরে রাহুল গান্ধীকে ভারতীয় ন্যায় সঙ্হিতার ১১৭, ১২৫, ১৩১, ৩৫১ এবং ৩(৫) ধারায় অভিযুক্ত করা হয়েছে।

কংগ্রেসও একই থানায় অভিযোগ দায়ের করেছে। তারা বিজেপি নেতাদের বিরুদ্ধে দলীয় প্রধান মল্লিকার্জুন খাড়গের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তোলে। কংগ্রেসের দাবি, এই ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে আঘাত, গুরুতর ক্ষতি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করা উচিত।

কেসি বেণুগোপাল অভিযোগ করেছেন, “দিল্লি পুলিশ বিজেপি সাংসদদের অভিযোগ দ্রুত গ্রহণ করলেও কংগ্রেসের মহিলা সাংসদদের অভিযোগের বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই দ্বৈত নীতি বরদাস্ত করা হবে না।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।