রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো থেকে ‘দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কৌশল’। শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এক্স-এ পোস্ট করে বলেন, “এই এফআইআর বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা এবং অম্বেডকরের আদর্শ রক্ষার জন্য রাহুল গান্ধীর লড়াইয়ের প্রতিক্রিয়া মাত্র।”
তিনি আরও বলেন, “রাহুল গান্ধীজির বিরুদ্ধে মামলাটি বাবাসাহেবের উত্তরাধিকার রক্ষার জন্য গৌরবের প্রতীক। ইতিমধ্যেই বিজেপির প্রতিহিংসার কারণে রাহুলজি ২৬টি এফআইআরের সম্মুখীন হয়েছেন। এই নতুন এফআইআর কংগ্রেস বা রাহুলজিকে বিজেপি-আরএসএসের বর্ণবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়ানো থেকে বিরত করতে পারবে না।”
বৃহস্পতিবার দিল্লি পুলিশের তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ ভবনে সংঘর্ষের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, এই সংঘর্ষে দুই বিজেপি সাংসদ আহত হন।
বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশি পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তাকে শারীরিক হামলা এবং উস্কানির মাধ্যমে প্রাণনাশের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর এবং বাসুরি স্বরাজ অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন।
The FIR against Sh. @RahulGandhi ji is nothing but a diversionary tactic in response to his staunch protest against the Home Minister.
— K C Venugopal (@kcvenugopalmp) December 19, 2024
A case against him for defending Babasaheb’s legacy is a badge of honour. And in any case, Rahul ji is already facing 26 FIRs due to the BJP’s…
এফআইআরে রাহুল গান্ধীকে ভারতীয় ন্যায় সঙ্হিতার ১১৭, ১২৫, ১৩১, ৩৫১ এবং ৩(৫) ধারায় অভিযুক্ত করা হয়েছে।
কংগ্রেসও একই থানায় অভিযোগ দায়ের করেছে। তারা বিজেপি নেতাদের বিরুদ্ধে দলীয় প্রধান মল্লিকার্জুন খাড়গের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তোলে। কংগ্রেসের দাবি, এই ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে আঘাত, গুরুতর ক্ষতি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করা উচিত।
কেসি বেণুগোপাল অভিযোগ করেছেন, “দিল্লি পুলিশ বিজেপি সাংসদদের অভিযোগ দ্রুত গ্রহণ করলেও কংগ্রেসের মহিলা সাংসদদের অভিযোগের বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই দ্বৈত নীতি বরদাস্ত করা হবে না।”