Homeখবরদেশ‘দৃষ্টি ঘোরানোর কৌশল’, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর-এর প্রতিক্রিয়ায় বলল কংগ্রেস

‘দৃষ্টি ঘোরানোর কৌশল’, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর-এর প্রতিক্রিয়ায় বলল কংগ্রেস

প্রকাশিত

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো থেকে ‘দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কৌশল’।  শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এক্স-এ পোস্ট করে বলেন, “এই এফআইআর বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা এবং অম্বেডকরের আদর্শ রক্ষার জন্য রাহুল গান্ধীর লড়াইয়ের প্রতিক্রিয়া মাত্র।”

তিনি আরও বলেন, “রাহুল গান্ধীজির বিরুদ্ধে মামলাটি বাবাসাহেবের উত্তরাধিকার রক্ষার জন্য গৌরবের প্রতীক। ইতিমধ্যেই বিজেপির প্রতিহিংসার কারণে রাহুলজি ২৬টি এফআইআরের সম্মুখীন হয়েছেন। এই নতুন এফআইআর কংগ্রেস বা রাহুলজিকে বিজেপি-আরএসএসের বর্ণবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়ানো থেকে বিরত করতে পারবে না।”

বৃহস্পতিবার দিল্লি পুলিশের তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ ভবনে সংঘর্ষের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, এই সংঘর্ষে দুই বিজেপি সাংসদ আহত হন।

বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশি পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তাকে শারীরিক হামলা এবং উস্কানির মাধ্যমে প্রাণনাশের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর এবং বাসুরি স্বরাজ অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন।

এফআইআরে রাহুল গান্ধীকে ভারতীয় ন্যায় সঙ্হিতার ১১৭, ১২৫, ১৩১, ৩৫১ এবং ৩(৫) ধারায় অভিযুক্ত করা হয়েছে।

কংগ্রেসও একই থানায় অভিযোগ দায়ের করেছে। তারা বিজেপি নেতাদের বিরুদ্ধে দলীয় প্রধান মল্লিকার্জুন খাড়গের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তোলে। কংগ্রেসের দাবি, এই ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে আঘাত, গুরুতর ক্ষতি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করা উচিত।

কেসি বেণুগোপাল অভিযোগ করেছেন, “দিল্লি পুলিশ বিজেপি সাংসদদের অভিযোগ দ্রুত গ্রহণ করলেও কংগ্রেসের মহিলা সাংসদদের অভিযোগের বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই দ্বৈত নীতি বরদাস্ত করা হবে না।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।