Homeখবরদেশঝাঁসীর হাসপাতালে আগুন লেগে মৃত্যু ১০টি নবজাতকের, লড়ছে আরও ১৬

ঝাঁসীর হাসপাতালে আগুন লেগে মৃত্যু ১০টি নবজাতকের, লড়ছে আরও ১৬

প্রকাশিত

ঝাঁসী (উত্তরপ্রদেশ): শুক্রবার রাতে ঝাঁসীর একটি হাসপাতালে আগুন লেগে ১০টি নবজাতকের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ১৬টি শিশু। এই খবর দিয়েছেন জেলাশাসক অবিনাশ কুমার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের সরকার। মৃত শিশুদের পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে এবং জখম শিশুদের পরিবারগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।  

রাত পৌনে ১১টা নাগাদ ঝাঁসীর মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নিওন্যাটাল ইনিটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) আগুন লাগে। সম্ভবত অক্সিজেন কনসেন্ট্রেটরে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। এ কথা জানান উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি স্বাস্থ্য মন্ত্রকেরও দায়িত্বে রয়েছেন।  

আগুন লাগার সময় অন্তত ৫৪টি নবজাতক ছিল ওই এনআইসিইউ-তে। এদের ৪৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি ১০ জনকে বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে ৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ৩ জনকে শনাক্ত করার জন্য প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হতে পারে বলে হাসপাতালের এক আধিকারিক জানান।

আগুনের যে ছবি পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, আতঙ্কগ্রস্ত রোগীরা এবং তাঁদের আত্মীয়পরিজন হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন। আর হাসপাতালের ভিতরে প্রচুর পোড়া চিকিৎসা-সরঞ্জাম পড়ে রয়েছে। একজন সন্তানহারানো মহিলা সংবাদসংস্থা এএনআইকে বলেন, আগুন লাগার পর থেকে তিনি তাঁর সন্তানকে খুঁজে পাননি। পরে তাঁকে জানানো হয়,শিশুটি মারা গিয়েছে।

ঝাঁসীর সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (এসএসপি) সুধা সিং জানিয়েছেন, যে ১৬টি শিশুর জখম সাংঘাতিক তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে। সব ডাক্তার সেখানে রয়েছেন। পাশাপাশি, সুচিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে।

অভিযোগ, হাসপাতালের ফায়ার অ্যালার্ম কাজ করেনি। হাসপাতালের জরুরি ব্যবস্থাগুলির রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না বলে সূত্র মারফত অভিযোগ এসেছে।

এ ব্যাপারে ব্রজেশ পাঠক বলেন, গত ফেব্রুয়ারিতেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা (সেফটি অডিট) হয়েছে। জুনে আগুন লাগা নিয়ে একটা মক ড্রিলও করা হয়েছে। আগুন লাগা নিয়ে তদন্ত হবে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর বলতে পারব কী ভাবে কেন আগুন লাগল”, বলেন পাঠকজি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।