Homeখবরমুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

মুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

প্রকাশিত

মুম্বই: মুম্বইয়ের পশ্চিম গোরেগাঁও এলাকায় একটি সাততলা বাড়িতে আগুন লেগে অন্তত পক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৫১ জন। এঁদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুক্রবার ভোররাত ৩.০৫-এ এই আগুন লাগে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা, ১ জন পুরুষ এবং ২টি শিশু রয়েছে। আর একজনের পরিচয় এখনও জানা যায়নি।  

আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৩৬ জনকে ভরতি করা হয়েছে হিন্দুহৃদয়সম্রাট বালাসাহেব ঠাকরে হাসপাতালে এবং ১৫ জনের চিকিৎসা চলছে কুপার হাসপাতালে। এঁদের মধ্যে গুরুতর ভাবে জখম তিনজনকে সেভেন হিলস হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আগুন লাগার পর ‘জয় ভবানী’ নামের ওই বাড়ির বাসিন্দারা বিভিন্ন তলায় আটকে পড়েন। গোরেগাঁওয়ের বিধায়ক বিদ্যা ঠাকুর জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ার জন্য বহু মানুষ বাড়ি থেকে বেরোতে না পেরে বাড়ির ছাদে চলে যান।  

আধিকারিকরা জানিয়েছেন, একতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। নীচের তলায় ২০০০ বর্গফুট জায়গা জুড়ে থাকা বিভিন্ন দোকান, গাড়ি, মিটার কেবিন, প্লাইউড, মজুত করে রাখা প্লাইউড, পরিত্যক্ত নানা জিনিসপত্র এবং ভাঙা জানলা, দরজা, আসবাবপত্রের মধ্য দিয়ে আগুন ছড়িয়ে যায়।

দমকলের মুখ্য অফিসার রবীন্দ্র আমবুলগেকর জানান, বস্তিবাসীদের পুনর্বাসন প্রকল্প অনুসারে এই ভবনটি ২০০৬ সালে তৈরি হয়েছিল। এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। লিফট্‌টাও খুব পুরোনো। লিফট্‌-এর ডাক্টের মধ্য দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল প্রায় ৭টা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়।

আগুন লাগার খবর পেয়ে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। পাঁচটি জাম্বো জলের ট্যাঙ্ক, ৩টে স্বয়ংক্রিয় টার্ন টেবিল, একটা টার্ন টেবিল সিঁড়ি, একটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে যায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।