Homeখবরদেশঅসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ১৫, ক্ষতিগ্রস্ত ৬ লক্ষাধিক মানুষ

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ১৫, ক্ষতিগ্রস্ত ৬ লক্ষাধিক মানুষ

প্রকাশিত

অসমে রেমাল প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। শনিবার নতুন করে আরও তিন জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫-তে। অসম সরকারের বন্যা সংক্রান্ত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বন্যায় গ্রাম পর গ্রাম ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা শুক্রবার পর্যন্ত সাড়ে তিন লক্ষ হলেও শনিবার তা ছাড়িয়ে গিয়েছে ছ’লক্ষের গণ্ডি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নগাওঁ জেলা, যেখানে বন্যাকবলিত মানুষের সংখ্যা আড়াই লক্ষের বেশি।

রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। মানুষের পাশাপাশি শনিবার ৮৯টি পশুকেও উদ্ধার করা হয়েছে। তবে অসমের গুরুত্বপূর্ণ তিনটি নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার থেকে বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া, ব্রহ্মপুত্রের উপনদী কোপিলি এবং বরাকের শাখানদী কোশিয়ারার জলও বিপদসীমার উপরে রয়েছে। বন্যায় রাস্তা, সেতু এবং ঘরবাড়ি ভেসে গেছে। বিঘার পর বিঘা চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার বন্যায় নতুন করে কছাড়, করিমগঞ্জ এবং হাইলাকাণ্ডী জেলার তিন বাসিন্দার মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্তত ১০টি জেলায় উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসমের পুলিশ এবং জেলা প্রশাসন একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। রাতে স্থানীয়দের চলাফেরাতেও বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজধানী শহর গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন।

রেমালের প্রভাবে গত মঙ্গলবার থেকে অসমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়, যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করেছে, যা বন্যার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন এবং উদ্ধারকর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ সরবরাহ এবং পুনর্বাসন কাজ চলছে। তবে পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে রাজ্যবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন। লোকসভা নির্বাচন সম্পূর্ণ, শেষ দফায় দেশে ভোটের হার ৫৯.৫%, সবচেয়ে বেশি ঝাড়খণ্ডে ৭০%

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘একমাত্র প্রেম’-এর মৃত্যুতারিখেই প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী-গায়িকা

মুম্বই: দিনটা একই – ৬ নভেম্বর। মাঝখানে কেটে গিয়েছে ৪০টা বছর। ঠিক সেই দিনটিতেই...

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি   

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। ওই দিন মুখ্যমন্ত্রী...

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

ডার্ক চকোলেট ও আঙুর খেলে বাড়ে স্মৃতিশক্তি! কমে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা

নিয়মিত ডার্ক চকোলেট ও বেরি খেলে স্মৃতিশক্তি বাড়ে, কমে মানসিক উদ্বেগ—জানালেন জাপানের Shibaura Institute of Technology-এর গবেষকরা। প্রকাশিত হয়েছে Current Research in Food Science জার্নালে।

আরও পড়ুন

বিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯% বেশি — কারণ কি এসআইআর?

বিহারের প্রথম দফার ভোটে রেকর্ড অংশগ্রহণ — ৬৪.৬৬% ভোট পড়েছে ১২১টি কেন্দ্রে। আগের লোকসভা ও বিধানসভা ভোটের তুলনায় ভোট বৃদ্ধি প্রায় ৯ শতাংশ, এসআইআর পরবর্তী বিতর্ক সত্ত্বেও ভোটার সংখ্যা কমেনি।

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।