জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় চার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। বিকেল ২.৩০ নাগাদ সদর কুট পায়েন এলাকার কাছে একটি সেনা ট্রাক রাস্তা থেকে ছিটকে গিরিখাতে পড়ে যায়।
পুলিশ এবং সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়া একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টিপাত এবং কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
গত মাসেও জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে একটি সেনা ট্রাক ৩০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। ওই ঘটনায় পাঁচ জন সেনা জওয়ানের মৃত্যু হয় এবং পাঁচ জন আহত হন।
বান্দিপোরার সাম্প্রতিক দুর্ঘটনায় নেতাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোক প্রকাশ করে বলেন, “এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা নিহত জওয়ানদের পরিবারের পাশে আছি।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেন, “নিহত সৈনিকদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা।”
জম্মু-কাশ্মীরের দুর্গম অঞ্চলে সেনা যানবাহনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। খারাপ আবহাওয়া এবং দুর্গম রাস্তাগুলি সেনাদের চলাচলে প্রতিনিয়ত বাধার সৃষ্টি করছে। সাম্প্রতিক ঘটনাগুলি সেনাবাহিনী এবং প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।