Home খবর দেশ ‘প্রত্যেক কলেজ ছাত্রীকে বিনামূল্যে স্কুটি’, ত্রিপুরায় ভোটপ্রচারে বড়ো প্রতিশ্রুতি অমিত শাহের

‘প্রত্যেক কলেজ ছাত্রীকে বিনামূল্যে স্কুটি’, ত্রিপুরায় ভোটপ্রচারে বড়ো প্রতিশ্রুতি অমিত শাহের

0
ত্রিপুরায় অমিত শাহ। ছবি: এএনআই সৌজন্যে

আগরতলা: রবিবাসরীয় প্রচারে ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Legislative Assembly election 2023) ভোটগ্রহণ। তার ক’দিন আগে শেষ মুহূর্তের প্রচারে প্রকাশ্য জনসভা থেকে রাজ্যবাসীর উদ্দেশে দিলেন বড়ো প্রতিশ্রুতি।

এ দিন সিপাহীজলা জেলায় এক সমাবেশে বক্তৃতা করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ত্রিপুরায় ক্ষমতায় এলে আমরা প্রত্যেক কলেজপড়ুয়া ছাত্রীকে একটি স্কুটি বিনামূল্যে দেব। তাঁরা সকালে স্কুটিতে করে কলেজ যাবে এবং সন্ধেবেলা আপনাদের নিয়ে স্কুটিতে করে ঘুরতে যাবে, বাজারে কেনাকাটা করে বাড়ি ফিরবেন।”

ত্রিপুরার ভোটপ্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাগাতার তোপ দাগছেন কংগ্রেস-বাম জোটের বিরুদ্ধে। এ দিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার উন্নয়নে নিরলস কাজ করছেন। কিন্তু কমিউনিস্ট, কংগ্রেস এবং টিপরা মোথা রাজ্যে ‘জঙ্গলরাজ’ ফিরিয়ে আনতে চাইছে”।

আগের দিন ত্রিপুরার চণ্ডীপুরে একটি সমাবেশেও শাহের নিশানায় ছিল কংগ্রেস-বাম জোট। এ দিন আবারও বলেন, “কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে, সিপিএম প্রমাণ করেছে যে তারা নির্বাচনে হারতে চলেছে। তারা একা বিজেপির মুখোমুখি হতে পারেনি। সিপিএম-এর সঙ্গে জোট করে কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। কারণ, সিপিএমের হাতে অনেক কংগ্রেস কর্মী খুন হয়েছেন”।

সিপিএম-কে নিশানায় রেখে তাঁর আবেদন, “যখন ২০১৬ ও ২০১৭ সালে এসেছিলাম তখন এখানকার সবাই কমিউনিস্টদের নিয়ে ভয়ে ভয়ে থাকত। পানীয় জলের সংযোগ নিতে হলে ওদের ক্যাডারের কাছে যেতে হতো, রেশন কার্ড, চাকরি পাওয়ার জন্যও ক্যাডারদের কাছে যেতে হতো। ২৭ বছর পর ক্যাডারদের থেকে মুক্তি মিলেছে। এইবার আর ক্যাডারদের ঢুকতে দেবেন না”।

আরও পড়ুন: ২৭ বছর পর মিলেছে মুক্তি, মঞ্চে দাঁড়িয়ে সিপিএমকে কটাক্ষ অমিত শাহের

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version