Home খবর দেশ পরীক্ষায় জালিয়াতি করলে ‘যাবজ্জীবন কারাদণ্ড’, কড়া আইন উত্তরাখণ্ডে

পরীক্ষায় জালিয়াতি করলে ‘যাবজ্জীবন কারাদণ্ড’, কড়া আইন উত্তরাখণ্ডে

0

দেহরাদুন: নিয়োগ কেলেঙ্কারি এবং প্রশ্নপত্র ফাঁস আটকাতে কড়া অবস্থান নিল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government)। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) রবিবার জানিয়ে দিলেন, চাকরির পরীক্ষায় জালিয়াতি করলে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। শুধু তাই নয়, সম্পত্তি বাজেয়াপ্তও করা হবে।

কালসিতে একটি ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে বক্তৃতা করছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “তরুণদের স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের সরকার কোনো আপস করবে না। এখন কেউ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করলে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।”

শুক্রবার উত্তরাখণ্ড ‘প্রতিযোগিতামূলক পরীক্ষা (নিয়োগের ক্ষেত্রে অন্যায় উপায়ের প্রতিরোধ এবং প্রতিকারের ব্যবস্থা)’ অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রাজ্যের উপরাজ্যপাল গুরমিত সিং।

এর আগে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে রাজ্যে প্রশ্নপত্র ফাঁস মামলার বিরুদ্ধে পরীক্ষার্থীদের প্রতিবাদের পরে তিনি অধ্যাদেশটি অনুমোদন করেছেন। রাজ্যপালের সম্মতির পর অধ্যাদেশটি এখন আইনে পরিণত হয়েছে।

এ দিন কালসিতে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশে বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধে রাজ্যে আইন প্রণয়ন করা হয়েছে, এখন কাউকে যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আরও পড়ুন: ‘প্রত্যেক কলেজ ছাত্রীকে বিনামূল্যে স্কুটি’, ত্রিপুরায় ভোটপ্রচারে বড়ো প্রতিশ্রুতি অমিত শাহের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version