Homeখবরদেশশিশুভিক্ষুক থেকে চিকিৎসক হওয়ার গল্প: কীভাবে পিঙ্কি হরিয়ান দারিদ্র্যকে হারিয়ে সাফল্য অর্জন...

শিশুভিক্ষুক থেকে চিকিৎসক হওয়ার গল্প: কীভাবে পিঙ্কি হরিয়ান দারিদ্র্যকে হারিয়ে সাফল্য অর্জন করলেন

প্রকাশিত

ধর্মশালার রাস্তায় ভিক্ষা করে বেড়ানো ছোট্ট মেয়ে থেকে আজকের চিকিৎসক হওয়ার এই লড়াইটা সহজ ছিল না পিঙ্কি হরিয়ানের জন্য। একসময়, তাঁর পরিবারের সঙ্গে ময়লার স্তূপেও খাবারের খোঁজ করত সে। আর সেই জীবন থেকে বেরিয়ে আসার এই লড়াইয়ে তাঁর পাশে ছিলেন তিব্বতি শরণার্থী ভিক্ষু লোবসাং জাম্যাং। জাম্যাং-এর সহায়তায় ও তাঁর অনুপ্রেরণায় আজ পিঙ্কি হরিয়ান একজন সফল চিকিৎসক হওয়ার পথে এগিয়ে চলেছেন।

২০০৪ সালে লোবসাং জাম্যাং, ধর্মশালায় অবস্থিত একটি দাতব্য সংস্থার পরিচালক, প্রথমবারের মতো পিঙ্কিকে দেখেন মেকলয়েডগঞ্জে রাস্তার পাশে ভিক্ষা করতে। কয়েকদিন পরে, তিনি চারান খুদের বস্তিতে গিয়ে পিঙ্কির পরিবারকে খুঁজে বের করেন এবং তাকে পড়াশোনার সুযোগ দিতে তাঁর বাবা কাশ্মীরি লালকে রাজি করানোর কঠিন চ্যালেঞ্জটি গ্রহণ করেন। অনেক বোঝানোর পর, পিঙ্কির বাবা সম্মত হন এবং পিঙ্কিকে ধর্মশালার দয়ানন্দ পাবলিক স্কুলে ভর্তি করানো হয়।

পিঙ্কি ছিলেন ২০০৪ সালে দাতব্য সংস্থার সহযোগিতায় গড়ে ওঠা আশ্রমের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে অন্যতম। প্রথম দিকে নিজের বাড়ি ও পরিবারকে খুব মিস করতেন পিঙ্কি, কিন্তু পড়াশোনায় মনোযোগী থাকার দৃঢ় সংকল্প নিয়ে তিনি এগিয়ে যান। ধীরে ধীরে তাঁর ফলাফলই তাঁর পরিশ্রমের প্রমাণ হয়ে ওঠে।

শিক্ষার মাধ্যমে স্বপ্ন পূরণ

প্রথমে, তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন এবং তারপরে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-ও পাস করেন। কিন্তু সরকারি মেডিকেল কলেজে সুযোগ না পাওয়ায় ও বেসরকারি কলেজের অত্যধিক খরচের কারণে, ভারতে তাঁর পড়াশোনা সেখানেই থেমে যায়। সেই সময়, ইউকে-ভিত্তিক দাতব্য সংস্থা টং-লেন চারিটেবল ট্রাস্টের সহায়তায় পিঙ্কি ২০১৮ সালে চিনের একটি বিখ্যাত মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান এবং সম্প্রতি তাঁর এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করে ধর্মশালায় ফিরেছেন।

স্বপ্নের পথে আরও একধাপ

২০ বছরের লড়াইয়ের পর, পিঙ্কি এখন একজন যোগ্য চিকিৎসক। বর্তমানে, তিনি ভারতের মেডিকেল প্র্যাকটিসের অনুমোদনের জন্য FMGE পরীক্ষার জন্য রাত জেগে পড়াশোনা করছেন। তাঁর ভাই ও বোন, যাঁরা তাঁর লড়াই ও সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে স্কুলে ভর্তি হয়েছেন, তাঁদের সাফল্যের জন্যও পিঙ্কি দায়ী।

“দারিদ্র্য ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার পরিবারকে অসহায় অবস্থায় দেখাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। স্কুলে প্রবেশ করার পর, আমি জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখতাম,” বললেন পিঙ্কি।

শৈশবের একটি স্মৃতির কথা উল্লেখ করে তিনি বললেন, “স্কুলে ভর্তি হওয়ার সময়, আমি চার বছর বয়সে সাক্ষাৎকারে ডাক্তার হতে চাই বলে জানিয়েছিলাম। তখন ডাক্তার আসলে কী কাজ করেন, তা জানতাম না, কিন্তু সবসময় আমার সম্প্রদায়কে সাহায্য করতে চেয়েছিলাম।”

জাম্যাং-এর নিরলস প্রচেষ্টা ও সাফল্যের গল্প

পিঙ্কির মতে, এই দীর্ঘ যাত্রার পেছনে সবচেয়ে বড় অবদান জাম্যাং-এর। তিনি বলেন, “জাম্যাং-এর একটি স্বপ্ন ছিল দরিদ্র ও অনাথ শিশুদের শিক্ষার মাধ্যমে সম্মানের জীবন দেওয়া। তাঁর বিশ্বাস আমাকে অনুপ্রাণিত করত। শুধু আমি নয়, তাঁর সহায়তায় অনেকেই আজ জীবনে বড় সাফল্য অর্জন করেছেন।”

দাতব্য সংস্থার পরিচালক জাম্যাং বলেন, “শুরুতে ভাবিনি যে এই শিশুরা এত প্রতিভাবান। আজ তারা সমাজের রোল মডেল হয়ে উঠেছে এবং অনেককে অনুপ্রাণিত করছে।”

সংস্থার সহযোগী অজয় শ্রীবাস্তব জানান, জাম্যাং মনে করেন শিশুদের শুধু অর্থ উপার্জনের মেশিন হিসেবে গড়ে তোলা উচিত নয়, বরং তাদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়া উচিত।

আজ, লোবসাং জাম্যাং-এর স্বপ্ন পূর্ণ হয়েছে। যাঁরা একসময় রাস্তায় দিন কাটাত, সেই শিশুরা আজ কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা সাংবাদিক। আর তাদের মধ্যেই একজন পিঙ্কি হরিয়ান, যিনি নিজেকে একজন সফল ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা করতে প্রস্তুত এবং সমাজের দুঃস্থদের জীবনে আলো জ্বালানোর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।