Home খবর দেশ ‘গুন্ডারা হেরে গেছে’, শেলি ওবেরয় দিল্লির মেয়র নির্বাচিত হতেই আপ-এর শব্দবাণে বিদ্ধ...

‘গুন্ডারা হেরে গেছে’, শেলি ওবেরয় দিল্লির মেয়র নির্বাচিত হতেই আপ-এর শব্দবাণে বিদ্ধ বিজেপি

0

নয়াদিল্লি: দিল্লির নতুন মেয়র নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলি ওবেরয় (Shelly Oberoi)। তিক্ত লড়াইয়ের কারণে তিনবার বাতিল করতে হয়েছিল নির্বাচন। শেষমেশ, বুধবার বিজেপির রেখা গুপ্তা (Rekha Gupta)-কে ৩৪ ভোটে পরাজিত করেছেন মেয়র নির্বাচিত হলেন শেলি।

মেয়র নির্বাচনে ২৬৬টি ভোটের মধ্যে আপ-এর শেলি ওবেরয় পেয়েছেন ১৫০টি। অন্য দিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি-র রেখা গুপ্তা পেয়েছেন ১১৬টি ভোট। ফলাফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে মাতেন আপ কর্মী-সমর্থকরা। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া টুইটারে লেখেন, ‘‘দিল্লির জনতার কাছে গুন্ডারা হেরে গেছে। দিল্লি পুরসভার মানুষ পেলেন আপ-এর মেয়র। এ জন্য দিল্লির মানুষ এবং আপ কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি।’’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে দিল্লি পুরসভার নির্বাচনে জয়ী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আপ। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও মেয়র নির্বাচন করা সম্ভব হয়নি। মূলত আপ এবং বিজেপি-র দ্বন্দ্বের কারণে তিনবার স্থগিত হয়ে যায় মেয়র নির্বাচন।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আপ। বিজেপি-র যুক্তি ছিল, রাজধানীর উপরাজ্যপালের মনোনীত ১০ জন সদস্যের ভোট দেওয়ার অধিকার রয়েছে মেয়র নির্বাচনে। এই য়ুক্তিকে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ আদালতে যান শেলি। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ জানিয়ে দেয়, সংবিধান অনুযায়ী, মনোনীত সদস্যরা নির্বাচনে ভোট দিতে পারবেন না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version