Homeখবরদেশনিট ২০২৪ পরীক্ষায় প্রশ্ন ফাঁস-অনিয়মের অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র

নিট ২০২৪ পরীক্ষায় প্রশ্ন ফাঁস-অনিয়মের অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র

প্রকাশিত

নয়াদিল্লি: নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষাকে কেন্দ্র করে চলমান বিতর্কের মাঝেও কেন্দ্র সরকার তাদের অবস্থান অটুট রাখল। বুধবার, সুপ্রিম কোর্টে কেন্দ্র একটি নতুন হলফনামা পেশ করেছে, যেখানে নিট ২০২৪ পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে তাদের মত জানিয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিটে অনিয়মের অভিযোগের তদন্ত করা হয়েছে। পেশাদার ভাষায় এটিকে ‘টেকনিক্যাল অ্যানালিসিস’ বলা হয়েছে, যা পরিচালনা করেছিলেন আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা। সেই বিশ্লেষণের ফলাফলে দেখা গিয়েছে যে, নিট ২০২৪ পরীক্ষায় সর্বত্র বা বৃহৎ স্তরে কোনো বেনিয়ম হয়নি। এছাড়াও, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে স্থানীয় বা বিশেষ স্তরে কিছু পরীক্ষার্থীদের সুবিধা করে দেওয়ার অভিযোগকেও অমূলক বলে উল্লেখ করা হয়েছে। তাই, পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই বলে কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছে।

অন্যদিকে, এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) এদিন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানায় যে, পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে কোনও গরমিল প্রমাণিত হয়নি। উল্লেখ্য, নিটে অনিয়মের অভিযোগ নিয়ে বুধবারের মধ্যে রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট।

সব মিলিয়ে, কেন্দ্র এবং কেন্দ্রীয় এজেন্সি একযোগে দাবি করেছে যে, নিট নিয়ে যতই হট্টগোল হোক না কেন, আদতে বড় কোনো গোলমাল হয়নি।

তবে, নিটে অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই দেশজুড়ে আন্দোলনে নেমেছে বিরোধী শিবির। একাধিক রাজ্যে বিক্ষোভ করেছেন পড়ুয়ারাও। সরকারও একপ্রকার মেনে নিয়েছিল যে, কিছু পড়ুয়াকে নিয়ম বহির্ভূতভাবে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। পরে সেটি বাতিলও করা হয়। ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কাউন্সিলিং। তবু সরকারের দাবি, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বড় কোনো গোলমাল হয়নি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...