নজির তৈরি হল দক্ষিণের রাজ্য কেরলের একটি সরকারি স্কুলে। পড়ুয়াদের মনে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে এ বার সেই স্কুলে খুদে পড়ুয়াদের পড়াতে এল রোবট শিক্ষক। ‘পুপি’ নামের ওই রোবট শিক্ষক কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের বিরাকুপুরাকোট্টা সরকারি উচ্চ প্রাথমিক স্কুলে পড়ুয়াদের পড়ানোর জন্য নিযুক্ত হয়েছে।
পড়াশোনায় মনোযোগী করে তুলতে ওই সরকারি স্কুলে ‘পুপি’ নামের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা হিউমানয়েড রোবট শিক্ষককে নিযুক্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। খুদে পড়ুয়াদের সুরে সুরে গান গেয়ে রাইমস, ছড়া, কবিতা, গল্প শোনাচ্ছে ওই রোবট শিক্ষক। ধৈর্য্য ধরে পড়ুয়াদের হরেক রকমের প্রশ্নের জবাবও দিচ্ছে সে। পড়ুয়াদের মধ্যে এর মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ওই ‘পুপি’ নামের এআই প্রযুক্তিতে চলা রোবট শিক্ষক।
তিরুঅনন্তপুরমের বার্টন হিল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের স্টার্ট আপ সংস্থা রেডফক্স রোবোটিকস মাত্র তিন সপ্তাহের মধ্যে ওই রোবট শিক্ষককে তৈরি করেছে। রোবটটি তৈরি করেছেন স্টার্ট আপ সংস্থার কর্ণধার তথা ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেক পড়ুয়া বিমুন এ। তাঁকে সাহায্য করেছেন জিনসো রাজ নামে আর-এক বিটেক পড়ুয়া।
ওই প্রকল্পে নানা রকম ভাবে সাহায্য করেছেন কেরলের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান হরিপ্রিয়া এ পি ও রাজ্যের আর-এক সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ শাইনি জি ও। মালয়ালি ও ইংরেজি ভাষায় দক্ষ রোবট শিক্ষক ‘পুপি’কে ব্যবহার করতে কেরলের আরও ৫টি স্কুল আগ্রহ দেখিয়েছে বলে জানান ভিমুন এ। এর মধ্যে তিনি পেটেন্টের জন্য আবেদন করার কথা ভেবেছেন। ৪৪টি জাতীয় স্তরের প্রযুক্তি প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন কেরলের ওই বিটেক পড়ুয়া।