গোটা বিশ্বে প্রায় ৩০০ কোটি ব্যবহারকারী নিয়ে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। মেটা (Meta)-র মালিকানাধীন এই অ্যাপ এবার আরও এক ধাপ এগোতে চলেছে।
ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও ইউজারনেম ব্যবহার করে চ্যাট করা যাবে, মোবাইল নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না।
এই নতুন ফিচারটি দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক বিটা ভার্সন (২.২৫.২৮.১২)-এ।
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল সেটিংসে ইউজারনেম তৈরি বা রিজার্ভ করে রাখতে পারবেন। ফলে যাঁরা গোপনীয়তা বজায় রাখতে চান, তাঁদের জন্য এটি বড় সুবিধা হতে চলেছে।
কীভাবে কাজ করবে নতুন ফিচারটি
- ব্যবহারকারী নিজের নামে একটি ইউজারনেম সেট করতে পারবেন, যেমন ইনস্টাগ্রামে হয়।
- সেই ইউজারনেম দিয়েই তাঁকে চ্যাটে খুঁজে পাওয়া যাবে — মোবাইল নম্বর দেখা যাবে না।
- হোয়াটসঅ্যাপের মধ্যে প্রাইভেট চ্যাট, বিজনেস অ্যাকাউন্ট বা গ্রুপ চ্যাটেও এই ফিচার কাজে লাগবে।
- ইউজারনেম তৈরির সময় কিছু নিয়ম মানতে হবে — যেমন অক্ষর ও সংখ্যার সীমা, বিশেষ চিহ্ন ব্যবহার ইত্যাদি।
নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তায় জোর
নতুন এই পরিবর্তন হোয়াটসঅ্যাপকে আরও গোপনীয় ও নিরাপদ (Private and Secure) করে তুলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে চ্যাট শুরু করতে ফোন নম্বর প্রয়োজন হত, যা অনেকের কাছে গোপনীয়তার ঝুঁকি তৈরি করত।
নতুন ইউজারনেম ব্যবস্থায় ব্যবহারকারীরা চাইলে নিজেদের নম্বর গোপন রাখতেই পারবেন।
কবে আসছে সবার জন্য?
বর্তমানে এই ফিচারটি বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। সফল পরীক্ষার পর তা শীঘ্রই অ্যান্ড্রয়েড ও আইওএসের স্থায়ী সংস্করণে (Stable Version) রোল আউট করা হবে।টেক বিশেষজ্ঞদের মতে, এই আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যাবে।