জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার একটি আদালতের প্রমাণঘরে বৃহস্পতিবার গ্রেনেড বিস্ফোরণ। বৃহস্পতিবারের এই ঘটনায় একজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এক পুলিশ আধিকারিকের মতে, “একটি মামলার প্রমাণ হিসেবে সংগ্রহ করা গ্রেনেড রাখা হয়েছিল বারামুল্লা শহরের আদালতের মালখানায় (প্রমাণঘর)। সেখানেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।”
বিস্ফোরণে আহত পুলিশকর্মীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের মালখানায় থাকা প্রমাণসামগ্রী সংরক্ষণের সময় কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েও তদন্ত চলছে।
কয়েক সপ্তাহ আগে ভোট মিটিছে। এর পর একাধিক বার জঙ্গি হামলার ঘটনায় খবরে উঠে এসেছে জম্মু ও কাশ্মীর। এরই মধ্যে এই বিস্ফোরণের ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, গত রবিবার জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় সাতজনের মৃত্যু হয়েছিল। জঙ্গিরা শ্রমিকদের একটি ক্যাম্পে ঢুকে নির্বিচারে গুলি চালায়। সেই হামলায় ছয়জন শ্রমিক এবং একজন চিকিৎসক প্রাণ হারান। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ফের জঙ্গি হামলায় উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা শুভম কুমারকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। শুভমের ডান হাতে গুলি লাগে এবং তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও জম্মু-কাশ্মীর পুলিশ ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে।