Homeখবরদেশমুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার, ভোটারদের পাশে থাকার বার্তা

মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার, ভোটারদের পাশে থাকার বার্তা

প্রকাশিত

ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করলেন জ্ঞানেশ কুমার। তিনি আরও দুই নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্ব সামলাবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশবাসী ও ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন।

নতুন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “দেশ গঠনের প্রথম পদক্ষেপ হল ভোটাধিকার প্রয়োগ। প্রতিটি নাগরিক, যাঁরা ১৮ বছর পূর্ণ করেছেন, তাঁদের ভোটার হওয়া এবং ভোট দেওয়া উচিত। সংবিধান, নির্বাচনী আইন ও নিয়মাবলী অনুযায়ী, নির্বাচন কমিশন ভোটারদের পাশে ছিল, আছে এবং থাকবে।”

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি তাঁর নাম সুপারিশ করেছিল। ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশে তিনি নতুন সিইসি হিসেবে নিয়োগ পান। উল্লেখযোগ্য ভাবে, তিনিই ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, যিনি নতুন আইন অনুযায়ী এই পদে আসীন হলেন। তিনি রাজীব কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন। রাজীব কুমারের আমলেই তিনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কে এই জ্ঞানেশ কুমার?

১৯৮৮ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের আইনি খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের কাশ্মীর বিভাগে যুগ্মসচিব ছিলেন।

২০২০ সালে, স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে তিনি সুপ্রিম কোর্টে অযোধ্যার রাম মন্দির মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির তত্ত্বাবধান করেছিলেন। সেই সময় তিনি শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

রোহিত রানে ফিরলেন, কোহলির ঝুলি শূন্যই, দ্বিতীয় ম্যাচও হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খোয়ালেন শুভমনরা

ভারত: ২৬৪-৯ (রোহিত শর্মা ৭৩, শ্রেয়স আয়ার ৬৩, অক্ষর পটেল ৪৪, অ্যাডাম জাম্পা ৪-৬০,...

ট্রাম্পের দাবি: মোদী আশ্বাস দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে

খবর অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী...

চোখের নিমেষে রেঁধে ফেলবে শতাধিক পদ! হাজির এআই রোবট রাঁধুনি ‘নালা শেফ’

দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়ায় উন্মোচিত হল ‘নালা শেফ’— এক সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই রোবট শেফ। নালা রোবোটিকস সংস্থার তৈরি এই মাল্টিকুইজিন রোবট মুহূর্তে শতাধিক পদ রেঁধে দিতে পারে, স্বাদও থাকে একদম নিখুঁত।

আরও পড়ুন

মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণে সায় দিল বেলজিয়ামের আদালতের

নয়াদিল্লি: বেলজিয়ামের আদালতে বড়োসড়ো ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। আদালত জানিয়েছে, চোকসিকে...

কেরলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণে বিপত্তি, ধসে পড়ল হেলিপ্যাডের অংশ

নয়াদিল্লি: কেরলের পতনমথিট্টায় প্রমাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের সময় এক অপ্রত্যাশিত ঘটনা...

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।