ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করলেন জ্ঞানেশ কুমার। তিনি আরও দুই নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্ব সামলাবেন। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশবাসী ও ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন।
নতুন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “দেশ গঠনের প্রথম পদক্ষেপ হল ভোটাধিকার প্রয়োগ। প্রতিটি নাগরিক, যাঁরা ১৮ বছর পূর্ণ করেছেন, তাঁদের ভোটার হওয়া এবং ভোট দেওয়া উচিত। সংবিধান, নির্বাচনী আইন ও নিয়মাবলী অনুযায়ী, নির্বাচন কমিশন ভোটারদের পাশে ছিল, আছে এবং থাকবে।”
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি তাঁর নাম সুপারিশ করেছিল। ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশে তিনি নতুন সিইসি হিসেবে নিয়োগ পান। উল্লেখযোগ্য ভাবে, তিনিই ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, যিনি নতুন আইন অনুযায়ী এই পদে আসীন হলেন। তিনি রাজীব কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন। রাজীব কুমারের আমলেই তিনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কে এই জ্ঞানেশ কুমার?
১৯৮৮ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের আইনি খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের কাশ্মীর বিভাগে যুগ্মসচিব ছিলেন।
২০২০ সালে, স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে তিনি সুপ্রিম কোর্টে অযোধ্যার রাম মন্দির মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির তত্ত্বাবধান করেছিলেন। সেই সময় তিনি শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।