রবিবার সকালে হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রচণ্ড ভিড়ের মাঝে হুড়োহুড়ি শুরু হওয়ায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। আহত হয়েছেন বহু মানুষ, যাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাহাড়ের কোলে অবস্থিত মনসাদেবী মন্দিরে সিঁড়ি বেয়ে উঠতে হয়। এ দিন সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু আচমকা মন্দিরের সিঁড়ির ধারে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, কেউ পড়ে গেলে তাঁকে টপকে উপরের দিকে ওঠার চেষ্টা করেন অন্যরা। তখনই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
ঘটনার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধারকাজে দ্রুত গতি আনার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের বিভিন্ন বিভাগ দ্রুত উদ্ধারকাজ শুরু করে।
সমাজমাধ্যমে ইতিমধ্যেই ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একের পর এক অ্যাম্বুল্যান্স পৌঁছচ্ছে মন্দিরের কাছে, আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে দ্রুত।
সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মন্দির এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।