Homeখবরদেশ১৯০১ সালের পর থেকে উষ্ণতম ফেব্রুয়ারি, আগামী ৩ মাস স্বাভাবিকের চেয়ে বেশি...

১৯০১ সালের পর থেকে উষ্ণতম ফেব্রুয়ারি, আগামী ৩ মাস স্বাভাবিকের চেয়ে বেশি গরমের পূর্বাভাস

প্রকাশিত

নয়াদিল্লি: সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে গড় তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯০১ সালের পর থেকে উষ্ণতম। মার্চ থেকে মে মাস পর্যন্ত তা আরও ব্যাপক আকার নেবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

১৯০১ সালে আবহাওয়ার যথাযথ রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে ২০২৩-এর ফেব্রুয়ারি ভারতে উষ্ণতম ছিল বলে জানিয়েছে মৌসম ভবন (IMD)। মঙ্গলবার আবহাওয়া দফতর জানায়, সারা দেশে সর্বোচ্চ গড় সর্বোচ্চ তাপমাত্রা (২৯.৫ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে ফেব্রুয়ারিতে। এমনকী অনেক অংশে স্বাভাবিক গ্রীষ্মের চেয়ে বেশি গরমের পূর্বাভাস দিয়ে আরও তিক্ত দিনের ইঙ্গিত দিয়েছে আইএমডি।

গ্রীষ্মের পূর্বাভাসে, আইএমডি বলেছে যে দিল্লি-এনসিআর সমেত উত্তর-পূর্ব, পূর্ব, মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে দিনের তাপমাত্রা “স্বাভাবিকের উপরে” থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ বারের গ্রীষ্মের মরশুমে গত বছরের তুলনায় বেশি তাপপ্রবাহের দিন দেখা যেতে পারে। দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্রের বেশিরভাগ অংশে স্বাভাবিক গ্রীষ্মের তাপমাত্রা থাকতে পারে।

গড় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ের পরিপ্রেক্ষিতে দিল্লি ১৭ বছরের মধ্যে নিজের উষ্ণতম ফেব্রুয়ারি রেকর্ড করেছে। সফদারজং-এ গত মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি এবং ১৯৫১ সাল থেকে ফেব্রুয়ারিতে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড করেছে।

বলে রাখা ভালো ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬০ সালে ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এর পরের স্থানেই রইল ২০২৩-এর ফেব্রুয়ারি। এমনকী মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে গত মাসে এক দিনও বৃষ্টি হয়নি। উল্লেখযোগ্য ভাবে, গত বছরের ফেব্রুয়ারির গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াসে।

কোনো এলাকায় কোনো নির্দিষ্ট সময়ে এমনিতে সর্বোচ্চ তাপমাত্রার যা গড় থাকে, তার থেকে বেশি হলেও বলা চলে তাপপ্রবাহ হচ্ছে। সাধারণত মার্চের শুরু থেকে এ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়। এ বার সেটা ফেব্রুয়ারিতেই জারি করেছে মৌসম ভবন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কবে, কোথায় আছড়ে পড়বে? পশ্চিমবঙ্গে কী প্রভাব?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। বাংলায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

দীপাবলির আনন্দে আঁধার: ‘কার্বাইড বন্দুক’ কী? কীভাবে চোখ নষ্ট করছে ভয়ানক এই বাজি

দীপাবলির আনন্দে ভয়ঙ্কর ছায়া! মধ্যপ্রদেশে কার্বাইড বন্দুক বিস্ফোরণে অন্ধ ১৪ শিশু, বাংলার মালদহেও চোখ হারানোর আশঙ্কায় ১০ জন। কী এই কার্বাইড বন্দুক, কীভাবে ঘটে এই বিপদ—জানুন বিস্তারিত।

ওলা-উবেরকে টক্কর দিতে আসছে সরকারের ‘ভারত ট্যাক্সি’! দেশের প্রথম সমবায় ভিত্তিক ক্যাব পরিষেবা

ওলা ও উবেরের আধিপত্যে এবার চ্যালেঞ্জ সরকারের নতুন উদ্যোগ ‘ভারত ট্যাক্সি’। চালকরা পাবেন পূর্ণ আয়ের মালিকানা, আর যাত্রীরা পাবেন সরকার-পর্যবেক্ষিত নিরাপদ ও স্বচ্ছ ট্যাক্সি পরিষেবা।