Homeখবরদেশইভিএম নিয়ে অভিযোগ মমতা থেকে মাস্কের, কী ভাবে ভোট হবে আমেরিকায়

ইভিএম নিয়ে অভিযোগ মমতা থেকে মাস্কের, কী ভাবে ভোট হবে আমেরিকায়

প্রকাশিত

ভো‌‌টের মরশুম মানেই চর্চায় থাকে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম। বিশেষ করে ভোট মিটলেই ফলাফল দেখে শুরু হয়ে যায় ইভিএম নিয়ে বিতর্ক। এ বারের লোকসভা ভোট শেষ হতেই আবারও ইভিএম নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে।

ভারতের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে ভোটাররা শুধুমাত্র ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছেন। তবে এবার আলোচনার কারণ হল ইভিএম নিয়ে টেসলার প্রতিষ্ঠাতা ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের দেওয়া বক্তব্য। জেনে নেওয়া যাক, আমেরিকায় কী ভাবে নির্বাচন পরিচালিত হয় এবং ইভিএমের মাধ্যমে নির্বাচন কতটা নিরাপদ বলে মনে করা হয়।

ইভিএম কী?

ব্যালটের পরিবর্তে ব্যবহার করা হয় ইভিএম (EVM)। ইলেকট্রনিক ভোটিং মেশিন এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস। এটি নির্বাচনে ভোট রেকর্ড এবং গণনা করতে ব্যবহৃত হয়। এই মেশিনগুলির মূল উদ্দেশ্য ভোট প্রক্রিয়া সহজ, দ্রুত এবং নির্ভরযোগ্য করা। ভারতে লোকসভা থেকে বিধানসভা পর্যন্ত যে কোনো ভোটে ইভিএম ব্যবহার করা হয়।

আমেরিকায় কী ভাবে ভোট হয়?

আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন নাগরিকরা ইভিএমে বিশ্বাস করেন না। তাঁরা ইভিএমের চেয়ে ব্যালট পেপারে বেশি বিশ্বাস করেন। তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা, তা হবে শুধুমাত্র ব্যালট পেপারের মাধ্যমে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কেনেডি জুনিয়রের পোস্টের প্রতিক্রিয়ায়, ইলন মাস্ক বলেছেন, ‘আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি বাদ দেওয়া উচিত। এটি মানুষ বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর পক্ষে হ্যাক হওয়ার ঝুঁকি কম হলেও তা থেকেই যায়।’

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কেনেডি জুনিয়র অ্যাসোসিয়েটেড প্রেসের একটি রিপোর্ট উদ্ধৃত করে এক্স-এ একটি পোস্ট করেছিলেন। যাতে তিনি বলেন, ‘পুয়ের্তো রিকোর প্রাথমিক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন সংক্রান্ত কয়েকশো অভিযোগ প্রকাশ্যে এসেছে। সৌভাগ্যক্রমে একটি পেপার ট্রেইল ছিল, তাই সমস্যাটি চিহ্নিত করা হয়েছে এবং ভোট গণনা সংশোধন করা হয়েছে। ফলে যে এলাকায় পেপার ট্রেইল থাকে না, সেখানে কী হয়?’

তিনি আরও বলেছেন, ‘মার্কিন নাগরিকদের জেনে রাখা ভালো যে তাদের প্রতিটি ভোট গণনা করা হয়েছে। ভোটারের দেওয়া ভোটে কোনো হস্তক্ষেপ করা যাবে না। নির্বাচনে ইলেকট্রনিক হস্তক্ষেপ এড়াতে আমাদের কাগজের ব্যালটে ফিরতে হবে।’

ইভিএম নিয়ে বিতর্ক ভারতে

ভারতে ইভিএম নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রতিটা নির্বাচনের পর ইভিএম নিয়ে ঝুড়ি ঝুড়ি অভিযোগ উঠে আসে। এখন ইলন মাস্কের মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব-সহ অন্য নেতারা।

এর আগেও ইভিএম নিয়ে একাধিক বার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারের লোকসভায় চতুর্থদফা মিটতেই কৃষ্ণনগর কেন্দ্রে ইভিএমে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কৃষ্ণনগরে ইভিএম খুলতে দেখা যাচ্ছে তৃণমূলে ভোট দিচ্ছে ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।