Homeখবরদেশ২০২৪-এ আসন কমবে বিজেপির, বলছে সমীক্ষা

২০২৪-এ আসন কমবে বিজেপির, বলছে সমীক্ষা

প্রকাশিত

এখনই লোকসভা ভোট হলে আগের বারের চেয়ে আসন কমবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র। তবে ফের একবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে গেরুয়া শিবির। ২০২৪ লোকসভা ভোটের প্রায় এক বছর আগে এমনটাই দাবি করা হয়েছে একটি সমীক্ষায়।

ইন্ডিয়া টুডে (India Today)-র সঙ্গে এই নিয়ে সমীক্ষা চালিয়েছে বেসরকারি সমীক্ষক সংস্থা সি-ভোটার (C-Voter)। এর পোশাকি নাম মুড অব দ্য নেশন (Mood of the Nation)। সমীক্ষকদের দাবি, তারা মোট ১ লক্ষ ৩৯ হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন তাঁরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল জনগণের মনে কতটা প্রভাব ফেলছে, সেটা জেনে নেওয়াই ছিল তাদের সমীক্ষার উদ্দেশ্য।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির বিষয়ে জনমতের পরিবর্তন দেখা যাচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপির জনপ্রিয়তায় টান পড়ছে। একই সঙ্গে কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে। লোকসভা নির্বাচনের প্রায় এক বছর বাকি থাকায় দেশের রাজনৈতিক চিত্র পাল্টে যাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

সমীক্ষাটি বলছে, এখনই যদি নির্বাচন হয় তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৮টি আসন জিতবে। যেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৫৩টি আসন পেতে পারে। দেখা গেছে ৯২টি আসন অন্য দলের খাতায় যাচ্ছে।

বলে রাখা ভালো, মাসছয়েক আগে একই ধরনের একটি সমীক্ষা চালিয়েছিল সি-ভোটার। সেখানে দেখা গিয়েছিল, এনডিএ-র ঝুলিতে যেতে পারে ৩০৭টি আসন। কংগ্রেস পেতে পারে ১২৫টি। সেই জায়গায় অন্যান্য দলের দখলে থাকতে পারে ১১১টি আসন। সেই সমীক্ষার সঙ্গে এ বারের সমীক্ষার তুলনা করলে দেখা যাচ্ছে, ৯টি আসন হারাতে হচ্ছে বিজেপি-কে। বিপরীতে ২৮টি আসন বাড়ছে কংগ্রেসের। অন্যান্য দলের ক্ষেত্রেও ১৯টি আসন বাড়তে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সময়কালে কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে।

প্রসঙ্গত, এই সমীক্ষা অনুযায়ী, ২০২৪-র ভোটে ২৮৩ আসন পাবে বিজেপি। ফলে ২০১৯-র তুলনায় ২০টি আসন কমবে বিজেপির। সেবারের নির্বাচনে একাই ৩০৩টি আসন পেয়েছিল বিজেপি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।