Home খবর দেশ পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া আইন কেন্দ্রের, এই ১৫টি জালিয়াতির জন্য কঠোর শাস্তি

পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া আইন কেন্দ্রের, এই ১৫টি জালিয়াতির জন্য কঠোর শাস্তি

0

সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট (NEET) এবং নেট (NET) নিয়ে বিতর্কের শেষ নেই। প্রশ্নপত্র ফাঁস থেকে ফলাফলে কারচুপির অভিযোগে উত্তাল দেশ। এমন পরিস্থিতিতে নতুন পরীক্ষা আইন— পাবলিক এগ্‌জামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ (Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024) কার্যকর করল কেন্দ্রীয় সরকার।

এই আইন সংসদে পাশ হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। প্রতিযোগিতামূলক পরীক্ষাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শনিবার (২২ জুন, ২০২৪) সেই আইনই কার্যকর করল কেন্দ্র। এই আইনের মূল উদ্দেশ্য হল পরীক্ষায় অন্যায় পদ্ধতির ব্যবহার নিষিদ্ধ করা। আইনে দোযী সাব্যস্ত হলে ৩ থেকে ১০ বছরের সাজা এবং সর্বনিম্ন ১ কোটি টাকা জরিমানা করার বিধান রয়েছে।

এই ১৫টি বেনিয়মের জন্য শাস্তি পেতে হবে—

১. পরীক্ষার আগে প্রশ্নপত্র বা ‘আনসার কি’ ফাঁস করলে।

২. ‘আনসার কি’ অথবা প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে অন্যদের সঙ্গে জড়িত থাকলে।

৩.কোনো কর্তৃত্ব ছাড়াই প্রশ্নপত্র বা ওএমআর শিট দেখা বা রাখা।

৪. পরীক্ষার সময় অননুমোদিত ব্যক্তির দ্বারা এক বা একাধিক প্রশ্নের উত্তর দেওয়া।

৫. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেকোনো পরীক্ষায় উত্তর লিখতে কোনো প্রার্থীকে সাহায্য করা।

৬. উত্তরপত্র বা ওএমআর শিটে কোনো অমিলের ক্ষেত্রে।

৭. কোনো কর্তৃত্ব ছাড়াই বা প্রকৃত ত্রুটি ছাড়াই মূল্যায়নে কোনো হেরফের।

৮. কোনো পরীক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত মান ও নিয়মের ইচ্ছাকৃত অবহেলা বা লঙ্ঘনের ক্ষেত্রে।

৯. প্রার্থীকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করার জন্য বা তার যোগ্যতা বা র‍্যাঙ্ক নির্ধারণের জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত যেকোন নথির সংক্রান্ত কারচুপি করা।

১০. পরীক্ষা পরিচালনায় অনিয়ম ঘটার অভিপ্রায়ে ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা মান লঙ্ঘনের বিষয়ে।

১১. কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার রিসোর্স বা যেকোনো কম্পিউটার সিস্টেমের সঙ্গে টেম্পারিংয়ের ক্ষেত্রে।

১২. পরীক্ষায় প্রতারণার অভিপ্রায়ে প্রার্থী আসন বিন্যাস, পরীক্ষার তারিখ বা শিফট বরাদ্দে কোনো অনিয়ম করলে।

১৩. পাবলিক এক্সামিনেশন অথরিটি, সার্ভিস প্রোভাইডার বা কোনো সরকারী সংস্থার সাথে সম্পৃক্ত লোকদের হুমকি দেওয়া বা কোনো পরীক্ষায় ব্যাঘাত ঘটানো।

১৪. অর্থ আদায় বা প্রতারণা করার জন্য জাল ওয়েবসাইট তৈরি করা।

১৫. ভুয়ো পরীক্ষা পরিচালনা, জাল অ্যাডমিট কার্ড বা অফার লেটার দেওয়ার জন্যও শাস্তি হতে পারে।

প্রসঙ্গত, একের পর এক পরীক্ষায় দুর্নীতি নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন বৃহস্পতিবারই এই আইন কার্যকর করা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছিলেন, আইন মন্ত্রক ইতিমধ্যেই এই আইন সংক্রান্ত নিয়ম তৈরি করছে। এর এক দিন পরেই নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথা জানাল কেন্দ্র।

আরও পড়ুন: এবার বাতিল সিএসআইআর ইউজিসি নেট, ফের কবে পরীক্ষা জানতে নজর রাখবেন কোথায়?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version