Home খবর দেশ উৎসবের মরশুমে শেষ মুহূর্তের ট্রেন টিকিট বুকিং, IRCTC-র কারেন্ট বুকিং সুবিধা কী...

উৎসবের মরশুমে শেষ মুহূর্তের ট্রেন টিকিট বুকিং, IRCTC-র কারেন্ট বুকিং সুবিধা কী ভাবে পাবেন

0

উৎসবের মরশুম চলছে। অনেকেই বাড়ি ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাইছেন। কেউ আবার ছুটি কাটিয়ে নিজের কর্মস্থলে ফিরতে চাইছেন। তবে, কনফার্ম ট্রেন টিকিট পেতে কতটা দৌড়ঝাঁপ করতে হয়, তা সকলেই জানেন। অনেকেই তৎকাল কোটায় টিকিট পেতে চেষ্টা করেন, কিন্তু সেটিও সর্বদা কার্যকরী হয় না। এমন অবস্থায় IRCTC-র “কারেন্ট বুকিং” সুবিধাটি কাজে আসতে পারে।

ভারতীয় রেলওয়ে সাধারণত নির্ধারিত যাত্রার তারিখের তিন মাস আগে টিকিট বুকিং শুরু করে। যদি আপনি কনফার্ম টিকিট না পান বা শেষ মুহূর্তের ভ্রমণের পরিকল্পনা করেন, তবে রেলওয়ে টাটকাল কোটায় টিকিট বুকিংয়ের সুযোগ দেয়, যা যাত্রার একদিন আগে খোলা হয়। কিন্তু সেখানে কনফার্ম টিকিট পাওয়া নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে IRCTC-এর কারেন্ট টিকিট সিস্টেম ব্যবহার করা যেতে পারে, যা আপনাকে চার্ট প্রস্তুতির পরেও টিকিট বুক করার সুযোগ দেয়।

IRCTC-এর ওয়েবসাইটে এই সুবিধার বর্ণনা দেওয়া হয়েছে: “কারেন্ট বুকিং হল খালি আসনের জন্য টিকিট বুকিং, যা চার্টিংয়ের পর করা হয়।”

কারেন্ট বুকিং সুবিধার মাধ্যমে ট্রেন টিকিট বুক করার পদক্ষেপ

নিচে IRCTC অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কারেন্ট টিকিট বুক করার জন্য সহজ পদক্ষেপগুলি দেওয়া হল:

১. লগ ইন করুন: আপনার ক্রেডেনশিয়ালস ব্যবহার করে IRCTC-তে লগ ইন করুন।

২. ট্রেন খুঁজুন: ‘ট্রেন’ বোতামে ক্লিক করে আপনার সোর্স ও গন্তব্য স্টেশন লিখুন।

৩. যাত্রার তারিখ: মনে রাখবেন, কারেন্ট বুকিং শুধুমাত্র একই দিনের জন্য হয়। প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করার পর ‘SEARCH TRAINS’ বোতামে ক্লিক করুন।

৪. উপলব্ধ ট্রেন দেখুন: নির্বাচিত রুটে উপলব্ধ ট্রেনগুলির একটি তালিকা আপনার সামনে আসবে। আপনার পছন্দের ক্লাস (যেমন CC, EC, 3AC, 3E, ইত্যাদি) নির্বাচন করুন।

৫. কারেন্ট টিকিট চেক করুন: যদি নির্বাচিত ট্রেনের জন্য কোনো কারেন্ট টিকিট পাওয়া যায়, তবে তা ‘CURR_AVBL-’ হিসেবে দেখা যাবে।

কারেন্ট বুকিং-এর বিশেষত্ব

IRCTC জানিয়েছে, “কারেন্ট বুকিং সব ধরনের ব্যবহারকারীর জন্য (স্বাভাবিক ও এজেন্ট) উপলব্ধ। শুধুমাত্র ই-টিকিট বুকিং অনুমোদিত। শুধুমাত্র নিশ্চিত টিকিট বুক করা যাবে। প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য ছাড় দেওয়া হবে। কারেন্ট বুকিং PNR-এর জন্য বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করা যাবে না। নাম, বয়স বা লিঙ্গ পরিবর্তন করা যাবে না।”

এই তথ্যগুলো অনুসরণ করে, আপনি উৎসবের সময়েও শেষ মুহূর্তে নিরাপদ এবং নিশ্চিতভাবে ট্রেন টিকিট বুক করতে পারবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version