Homeখবরদেশউৎসবের মরশুমে শেষ মুহূর্তের ট্রেন টিকিট বুকিং, IRCTC-র কারেন্ট বুকিং সুবিধা কী...

উৎসবের মরশুমে শেষ মুহূর্তের ট্রেন টিকিট বুকিং, IRCTC-র কারেন্ট বুকিং সুবিধা কী ভাবে পাবেন

প্রকাশিত

উৎসবের মরশুম চলছে। অনেকেই বাড়ি ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাইছেন। কেউ আবার ছুটি কাটিয়ে নিজের কর্মস্থলে ফিরতে চাইছেন। তবে, কনফার্ম ট্রেন টিকিট পেতে কতটা দৌড়ঝাঁপ করতে হয়, তা সকলেই জানেন। অনেকেই তৎকাল কোটায় টিকিট পেতে চেষ্টা করেন, কিন্তু সেটিও সর্বদা কার্যকরী হয় না। এমন অবস্থায় IRCTC-র “কারেন্ট বুকিং” সুবিধাটি কাজে আসতে পারে।

ভারতীয় রেলওয়ে সাধারণত নির্ধারিত যাত্রার তারিখের তিন মাস আগে টিকিট বুকিং শুরু করে। যদি আপনি কনফার্ম টিকিট না পান বা শেষ মুহূর্তের ভ্রমণের পরিকল্পনা করেন, তবে রেলওয়ে টাটকাল কোটায় টিকিট বুকিংয়ের সুযোগ দেয়, যা যাত্রার একদিন আগে খোলা হয়। কিন্তু সেখানে কনফার্ম টিকিট পাওয়া নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে IRCTC-এর কারেন্ট টিকিট সিস্টেম ব্যবহার করা যেতে পারে, যা আপনাকে চার্ট প্রস্তুতির পরেও টিকিট বুক করার সুযোগ দেয়।

IRCTC-এর ওয়েবসাইটে এই সুবিধার বর্ণনা দেওয়া হয়েছে: “কারেন্ট বুকিং হল খালি আসনের জন্য টিকিট বুকিং, যা চার্টিংয়ের পর করা হয়।”

কারেন্ট বুকিং সুবিধার মাধ্যমে ট্রেন টিকিট বুক করার পদক্ষেপ

নিচে IRCTC অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কারেন্ট টিকিট বুক করার জন্য সহজ পদক্ষেপগুলি দেওয়া হল:

১. লগ ইন করুন: আপনার ক্রেডেনশিয়ালস ব্যবহার করে IRCTC-তে লগ ইন করুন।

২. ট্রেন খুঁজুন: ‘ট্রেন’ বোতামে ক্লিক করে আপনার সোর্স ও গন্তব্য স্টেশন লিখুন।

৩. যাত্রার তারিখ: মনে রাখবেন, কারেন্ট বুকিং শুধুমাত্র একই দিনের জন্য হয়। প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করার পর ‘SEARCH TRAINS’ বোতামে ক্লিক করুন।

৪. উপলব্ধ ট্রেন দেখুন: নির্বাচিত রুটে উপলব্ধ ট্রেনগুলির একটি তালিকা আপনার সামনে আসবে। আপনার পছন্দের ক্লাস (যেমন CC, EC, 3AC, 3E, ইত্যাদি) নির্বাচন করুন।

৫. কারেন্ট টিকিট চেক করুন: যদি নির্বাচিত ট্রেনের জন্য কোনো কারেন্ট টিকিট পাওয়া যায়, তবে তা ‘CURR_AVBL-’ হিসেবে দেখা যাবে।

কারেন্ট বুকিং-এর বিশেষত্ব

IRCTC জানিয়েছে, “কারেন্ট বুকিং সব ধরনের ব্যবহারকারীর জন্য (স্বাভাবিক ও এজেন্ট) উপলব্ধ। শুধুমাত্র ই-টিকিট বুকিং অনুমোদিত। শুধুমাত্র নিশ্চিত টিকিট বুক করা যাবে। প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য ছাড় দেওয়া হবে। কারেন্ট বুকিং PNR-এর জন্য বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করা যাবে না। নাম, বয়স বা লিঙ্গ পরিবর্তন করা যাবে না।”

এই তথ্যগুলো অনুসরণ করে, আপনি উৎসবের সময়েও শেষ মুহূর্তে নিরাপদ এবং নিশ্চিতভাবে ট্রেন টিকিট বুক করতে পারবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।