Home খবর দেশ প্রেমিক-প্রেমিকার মধ্যে আলিঙ্গন ও চুম্বন যৌন হয়রানি নয়, প্রাকৃতিক আচরণ, বলল হাইকোর্ট

প্রেমিক-প্রেমিকার মধ্যে আলিঙ্গন ও চুম্বন যৌন হয়রানি নয়, প্রাকৃতিক আচরণ, বলল হাইকোর্ট

0

প্রেমিক-প্রেমিকার মধ্যে আলিঙ্গন ও চুম্বন যৌন হয়রানির আওতায় পড়ে না। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এই রায়ের মাধ্যমে তামিলনাড়ুর তুতিকোরিনের এক ২০ বছর বয়সি যুবকের বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির মামলা খারিজ করে দেওয়া হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, যুবকটি ট্রায়াল কোর্টের কার্যক্রম চ্যালেঞ্জ জানিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআরটি বাতিল করার আবেদন করেছিলেন।

মামলার পটভূমি

এই মামলা শুরু হয় ১৯ বছর বয়সি এক তরুণীর অভিযোগ থেকে। তরুণীটির সঙ্গে যুবকের তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। ২০২২ সালের নভেম্বর মাসে তাঁরা একটি নির্জন জায়গায় সময় কাটাতে গিয়েছিলেন। তরুণীর অভিযোগ অনুযায়ী, সেদিন যুবকটি আচমকা তাঁকে আলিঙ্গন ও চুম্বন করেন। বাড়ি ফিরে তরুণীটি এই ঘটনার কথা তাঁর পরিবারের সঙ্গে শেয়ার করেন এবং পরে যুবকটিকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু যুবকটি বিয়ে করতে অস্বীকার করে। এণনকী তরুণীটিকে এড়িয়ে চলতে শুরু করে। এর পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। যে কারণে যুবকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করা হয়।

আদালতের পর্যবেক্ষণ

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ তাঁর রায়ে উল্লেখ করেন যে, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ(১)(প্রথম) ধারার অধীনে কোনও কার্যকলাপকে তখনই অপরাধ গণ্য হবে যখন তা অনিচ্ছাকৃত ও স্পষ্ট যৌন অগ্রগতি হিসেবে দেখা যায়। বিচারপতি মন্তব্য করেন, “কিশোর-কিশোরীদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলে, তাঁদের আলিঙ্গন বা চুম্বন করা স্বাভাবিক একটি বিষয়। এটি কোনওভাবেই এই ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে না।”

বিচারপতি আরও বলেন, এফআইআরে উল্লিখিত অভিযোগগুলি সত্য বলেও ধরে নিলে, কোনও ফৌজদারি অপরাধ সংঘটিত হয়নি। মামলাটি চালিয়ে যাওয়া হলে তা বিচার ব্যবস্থার অপব্যবহার হিসেবে গণ্য হবে। তাই আদালত ২০ বছর বয়সি ওই যুবকের বিরুদ্ধে মামলাটি খারিজ করে দেন। পাশাপাশি বিচারপতির মন্তব্য, পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া এমন আচরণ যৌন হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে না।

আরও পড়ুন: নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ, বম্বে হাইকোর্টের রায়ে ১০ বছরের সাজা বহাল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version