Homeখবরদেশপূর্বাভাস অনুযায়ী এ বছর ভালো বৃষ্টি আশা করছে আবহাওয়া দফতর

পূর্বাভাস অনুযায়ী এ বছর ভালো বৃষ্টি আশা করছে আবহাওয়া দফতর

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা আসার সম্ভাবনা রয়েছে কেরলে। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) বুধবার সকাল ৮টার বুলেটিনে জানিয়েছে, পরিস্থিতি যে রকম তাতে আগামী ২-৩ দিনের মধ্যেই কেরলে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে আশা করা যায়।

দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এবার দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা কেমন হবে তার একটা পূর্বাভাস আইএমডি সোমবার প্রকাশ করেছে। ওই পূর্বাভাসে বলা হয়েছে, বর্ষার দীর্ঘ সময় হিসাবে ধরলে আশা করা যায়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে এবার। শতাংশের হিসাবে ১০৬%। ‘মডেল এরর’ হিসাবে ৪% কম-বেশি হতে পারে।

বৃষ্টিপাত ১০৫% থেকে ১১০%-এর মধ্যে হলে বলা হয় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত। আর ১১০%-এর বেশি হলে বলা হয় অতিরিক্ত বৃষ্টি। আইএমডি-র হিসাবে এবার দেশে ৩২% সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আর ২৯% সম্ভাবনা রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের। অর্থাৎ ৩৯% সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের। সে দিক থেকে দেখতে গেলে এ বছর বৃষ্টিপাতের পূর্বাভাসটি বেশ আশাব্যঞ্জক।  

আইএমডি-র পূর্বাভাস, উত্তরপশ্চিম ভারতে এবার স্বাভাবিক বৃষ্টিপাত হবে (৯২% থেকে ১০৮%-এর মধ্যে)। আর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে পূর্ব, উত্তরপূর্ব ভারতে (৯৪%-এর কম)। মধ্য ভারত এবং উপকূল তথা দক্ষিণ ও দক্ষিণপশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি (১০৬%-এর বেশি) বৃষ্টি হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ভারতের বৃষ্টিনির্ভর কৃষি এলাকা অর্থাৎ যাকে বলা হয় ‘মনসুন কোর জোন’, সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার কথা।

আইএমডি-র ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র বলেন, “স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির যে পূর্বাভাস আগে দিয়েছিলাম আমরা তাকেই বহাল রাখছি। স্বাভাবিকের চেয়ে বেশি বা অতিরিক্ত বৃষ্টি হওয়ার যে ৬১ শতাংশ সম্ভাবনা রয়েছে তাতে আমরা যথেষ্ট আস্থাশীল। সুতরাং এ বছর আমরা ভালো বৃষ্টি আশা করতে পারি।”

আরও পড়ুন

‘রেমাল’-এর তাণ্ডব উত্তর-পূর্ব ভারতে, অন্তত ৩৭ জনের মৃত্যু

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।