বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বিতর্কিত মন্তব্যের বিষয়ে কড়া প্রতিবাদ জানাল ভারত। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রক (MEA) ঢাকার কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “আমরা এই বিষয়ে বাংলাদেশের কাছে আমাদের কড়া আপত্তি জানিয়েছি। সংশ্লিষ্ট পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। তবে আমরা সবাইকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিতে চাই।”
জয়সওয়াল আরও বলেন, “ভারত বারবার বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করার ইচ্ছা প্রকাশ করেছে। তবে এমন মন্তব্য প্রকাশ্যে দায়িত্বহীন আচরণের উদাহরণ এবং এগুলো এড়ানো উচিত।”
উল্লেখ্য, মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে দাবি করেন, ভারত যেন সেই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, যার ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, মাহফুজের বিতর্কিত পোস্টে লেখা ছিল, ‘বিজয় এসেছে, তবে সামগ্রিক নয় ।মুক্তি এখনও বহুত দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতিত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ নিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না। এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে ৭৫ আর ২৪-র ঘটনা ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান ৫০ বছর। কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটি খণ্ডিত ভূমি, একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না।’
শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত আগস্ট মাসে ঢাকায় সহিংস বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সামরিক বিমানে করে তিনি ঢাকা থেকে ভারতে চলে আসেন। প্রতিবাদকারীরা তাঁর বাসভবনেও ভাঙচুর চালায়।
পোস্টটি এখন অবশ্য মুছে ফেলা হয়েছে। ভারত এই ধরনের বিতর্কিত মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এবং ভবিষ্যতে এমন আচরণ এড়ানোর পরামর্শ দিয়েছে।