Home রাজ্য শিলিগুড়ি ‘নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই’, শিলিগুড়িতে অমিত শাহ

‘নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই’, শিলিগুড়িতে অমিত শাহ

0

শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তৃতা করার সময় এসএসবি-র ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি জানান, মাওবাদী কার্যকলাপ প্রতিরোধ থেকে শুরু করে মানব পাচার এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে এসএসবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নেপাল ও ভুটানের ২,৪৫০ কিলোমিটার মুক্ত সীমান্তে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এসএসবি যে দক্ষতার সঙ্গে এই কাজ করে চলেছে, তা অনস্বীকার্য। গত তিন বছরে তারা ১,১০০ অনুপ্রবেশকারী এবং ১৮১ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে। এছাড়াও, ৮০১ জন পাচারের শিকারকে উদ্ধার করেছে, যার মধ্যে ২৩১ জন নাবালক ও নাবালিকা।”

তিনি আরও জানান, ২০২৪ সালেই এসএসবি ৪,০০০ পাচারকারীকে গ্রেফতার করেছে এবং ১৬,০০০ কেজি মাদক উদ্ধার করেছে। পাশাপাশি, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বিহার ও ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ দমনে এসএসবি-র সাফল্যকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

শিলিগুড়ি করিডোরের গুরুত্ব তুলে ধরে অমিত শাহ জানান, শিলিগুড়িতে এসএসবি-র হেডকোয়ার্টার থাকার ফলে সীমান্ত সুরক্ষায় ভারত আরও নিশ্চিন্ত। তিনি বলেন, “নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই”। এছাড়াও, তিনি ভার্চুয়াল মাধ্যমে পেট্রাপোল সীমান্তে বিএসএফ জওয়ানদের জন্য নির্মিত আধুনিক ভবনের উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ প্রমুখ। এসএসবি-র ৩৫ জন সেনা এবং আধিকারিককে সেবাপদক দিয়ে সম্মানিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এসএসবি-র সাফল্য প্রসঙ্গে অমিত শাহ বলেন, “সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ সুরক্ষায় এসএসবি যে ভূমিকা পালন করছে, তা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version