Homeখবরদেশমার্কিন শুল্কের চাপ নিয়েও রাশিয়ার তেল কিনবে ভারত, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

মার্কিন শুল্কের চাপ নিয়েও রাশিয়ার তেল কিনবে ভারত, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

প্রকাশিত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের ধাক্কায় ভারতীয় রপ্তানিকারকেরা চাপে পড়লেও রাশিয়ার তেল আমদানি থেকে সরে আসছে না ভারত। শুক্রবার সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানালেন, সস্তায় পাওয়া রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিই ভারতের অর্থনৈতিক স্বার্থে সবচেয়ে লাভজনক।

তিনি বলেন, “আমাদের যেটা সুবিধাজনক, সেটাই বেছে নিতে হবে। তাই আমরা নিঃসন্দেহে রাশিয়ার তেল কিনব।’’ বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত, যেখানে বিদেশি মুদ্রা ব্যয়ের একটি বড় অংশ জুড়ে রয়েছে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য। সীতারামনের কথায়, “রাশিয়ার তেল হোক বা অন্য কোনও উৎস—আমাদের প্রয়োজন মেটাতে, খরচ ও লজিস্টিকসের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।”

প্রসঙ্গত, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেন। তাঁর অভিযোগ, ভারতের তেল কেনা মস্কোর ইউক্রেন যুদ্ধকে অর্থ জোগাচ্ছে।

অর্থমন্ত্রী এদিন আরও জানান, আমেরিকার শুল্কে ক্ষতিগ্রস্ত ভারতীয় রপ্তানিকারকদের জন্য সরকার বিশেষ সাহায্য প্যাকেজ ঘোষণা করতে চলেছে। পাশাপাশি তিনি বলেন, জিএসটি-সহ বিভিন্ন কাঠামোগত সংস্কার শুল্কের প্রভাব সামাল দিতে সাহায্য করবে। তাঁর বক্তব্য, “জিএসটির মতো সংস্কারই সম্ভাব্য শুল্কের প্রভাবকে অনেকটাই কমিয়ে দেবে।”

সব মিলিয়ে, আন্তর্জাতিক চাপ ও মার্কিন শুল্কের মাঝেও ভারতের অবস্থান স্পষ্ট—অর্থনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিয়ে রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখবে নয়াদিল্লি।

আরও পড়ুন:খাদ্যদ্রব্যে জিএসটি হারে বড় পরিবর্তন, দাম কমছে রুটি-দুধ-চা–কফির, রেস্তরাঁয় খরচেও সাশ্রয়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।