Homeখবরদেশমার্কিন শুল্কের চাপ নিয়েও রাশিয়ার তেল কিনবে ভারত, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

মার্কিন শুল্কের চাপ নিয়েও রাশিয়ার তেল কিনবে ভারত, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

প্রকাশিত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের ধাক্কায় ভারতীয় রপ্তানিকারকেরা চাপে পড়লেও রাশিয়ার তেল আমদানি থেকে সরে আসছে না ভারত। শুক্রবার সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানালেন, সস্তায় পাওয়া রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিই ভারতের অর্থনৈতিক স্বার্থে সবচেয়ে লাভজনক।

তিনি বলেন, “আমাদের যেটা সুবিধাজনক, সেটাই বেছে নিতে হবে। তাই আমরা নিঃসন্দেহে রাশিয়ার তেল কিনব।’’ বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত, যেখানে বিদেশি মুদ্রা ব্যয়ের একটি বড় অংশ জুড়ে রয়েছে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য। সীতারামনের কথায়, “রাশিয়ার তেল হোক বা অন্য কোনও উৎস—আমাদের প্রয়োজন মেটাতে, খরচ ও লজিস্টিকসের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।”

প্রসঙ্গত, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেন। তাঁর অভিযোগ, ভারতের তেল কেনা মস্কোর ইউক্রেন যুদ্ধকে অর্থ জোগাচ্ছে।

অর্থমন্ত্রী এদিন আরও জানান, আমেরিকার শুল্কে ক্ষতিগ্রস্ত ভারতীয় রপ্তানিকারকদের জন্য সরকার বিশেষ সাহায্য প্যাকেজ ঘোষণা করতে চলেছে। পাশাপাশি তিনি বলেন, জিএসটি-সহ বিভিন্ন কাঠামোগত সংস্কার শুল্কের প্রভাব সামাল দিতে সাহায্য করবে। তাঁর বক্তব্য, “জিএসটির মতো সংস্কারই সম্ভাব্য শুল্কের প্রভাবকে অনেকটাই কমিয়ে দেবে।”

সব মিলিয়ে, আন্তর্জাতিক চাপ ও মার্কিন শুল্কের মাঝেও ভারতের অবস্থান স্পষ্ট—অর্থনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিয়ে রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখবে নয়াদিল্লি।

আরও পড়ুন:খাদ্যদ্রব্যে জিএসটি হারে বড় পরিবর্তন, দাম কমছে রুটি-দুধ-চা–কফির, রেস্তরাঁয় খরচেও সাশ্রয়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।