Homeখবরদেশবিরোধী আসনেই বসবে 'ইন্ডিয়া', ২ ঘণ্টার বৈঠকের পর জানালেন খাড়গে

বিরোধী আসনেই বসবে ‘ইন্ডিয়া’, ২ ঘণ্টার বৈঠকের পর জানালেন খাড়গে

প্রকাশিত

সরকার গঠন নয়, আপাতত বিরোধী বেঞ্চেই বসতে চায় ইন্ডিয়া জোট। বুধবার দু ঘণ্টার বৈঠক শেষে এমনটাই জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে তিনি সাফ জানিয়ে দিলেন, ফ্যাসিবাদী বিজেপিকে সরকারে দেখতে চায় না দেশবাসী। তাই আগামী দিনে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করবে ইন্ডিয়া জোট।

বুধবার খাড়গে তাঁর বাসভবনে মোট ৩৩ নেতাকে নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলের মতো সদ্যনির্বাচিত সাংসদরা। ইন্ডিয়া জোটের শরিক দলের একাধিক নেতাও তাঁর সঙ্গে ছিলেন। খাড়গে সাফ জানিয়ে দেন, “নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বিজেপির তীব্র বিরোধিতা করবে ইন্ডিয়া জোট। ফ্যাসিবাদী, পুঁজিবাদীদের বিরুদ্ধে মানুষের হয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে। তার জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপও করবে ইন্ডিয়া জোট।”

খাড়গের মতে, মানুষ চান না বিজেপি দেশ পরিচালনা করুক। সেই জনাদেশকে সম্মান করবে বিরোধী জোট। তবে এখনই সরকার গঠনের পথে হাঁটবে না ইন্ডিয়া, এমনটাই ইঙ্গিত মিলেছে খাড়গের এদিনের মন্তব্যে। কিন্তু আগামী দিনেও ইন্ডিয়ার সরকার গঠিত হবে কিনা, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী ৮ জুন নরেন্দ্র মোদির নেতৃত্বেই নতুন সরকার শপথ নেবেন বলে ওয়াকিবহাল মহলের অনুমান। এনডিএ জোটের প্রার্থীরা মোট ২৯৩টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে বিজেপি একাই পেয়েছে ২৪০টি আসন। বিপরীতে ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২টি আসন, যার মধ্যে কংগ্রেসের একাই ৯৯টি আসন রয়েছে।

সুতরাং, আপাতত বিরোধী বেঞ্চে থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। জনতার ইচ্ছাকে সম্মান জানিয়ে, তাদের হয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। আগামী দিনগুলিতে ইন্ডিয়া জোটের রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাদের পদক্ষেপ দেখার জন্য দেশবাসী অপেক্ষা করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।