Homeখবরদেশ৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু...

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্পর্কে

প্রকাশিত

৪১ বছর আগে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়েছিলেন রাকেশ শর্মা। ফের ইতিহাস রচনার পথে ভারত। এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পা রাখতে চলেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। Axiom Space-এর বেসরকারি অর্থ সাহায্যে পরিচালিত মহাকাশ মিশন Ax-4-এর অংশ হিসেবে তিনি ১১ জুন সন্ধ্যা ৫:৩০টা IST-তে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা করবেন SpaceX-এর Crew Dragon-এ।

Ax-4 মিশনের কমান্ডার পেগি হুইটসন (মার্কিন যুক্তরাষ্ট্র), স্লাওয়োশ উজনানস্কি (পোল্যান্ড) ও টিবার কাপু (হাঙ্গেরি)-র সঙ্গে দুই সপ্তাহের গবেষণামূলক মহাকাশ সফরে অংশ নেবেন শুক্লা। এই মিশনের মাধ্যমে ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরি ৪ দশকের বেশি সময় পর ফের মহাকাশ অভিযানে ফিরছে।

উল্লেখযোগ্যভাবে, এই ঐতিহাসিক যাত্রার জন্য ভারত সরকার Ax-4 মিশনে প্রায় ₹৫৫০ কোটি (৬০ মিলিয়ন মার্কিন ডলার)-এর বেশি বিনিয়োগ করেছে। এটি ভবিষ্যতের গগনযান অভিযানের প্রস্তুতিপর্ব হিসেবেও বিবেচিত হচ্ছে।

কে শুভাংশু শুক্লা?

লখনউয়ের বাসিন্দা, ৩৮ বছরের শুভাংশু শুক্লা ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় কমিশন পান। তিনি Su-30 MKI, MiG-29, Jaguar, Dornier-228 সহ একাধিক বিমান চালিয়েছেন এবং ২০০০ ঘণ্টার বেশি উড়ান অভিজ্ঞতা রয়েছে তাঁর। ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ M.Tech ডিগ্রিধারী শুক্লা ২০১৯ সালে গগনযান মিশনের জন্য নির্বাচিত চারজন অফিসারের মধ্যে অন্যতম ছিলেন।

রাশিয়ার গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টার ও বেঙ্গালুরুর ISRO ট্রেনিং ফেসিলিটিতে তাঁর কঠোর মহাকাশ প্রশিক্ষণ হয়। এ বছরই তাঁকে Ax-4 মিশনের অংশ হিসেবে ঘোষণা করা হয়।

এক সাংবাদিক সম্মেলনে শুক্লা বলেন, “এটা শুধু আমার যাত্রা নয়, এটা ১৪০ কোটির ভারতীয়ের যাত্রা। যদি আমার এই গল্প কাউকে অনুপ্রাণিত করতে পারে, তবে সেটাই সবচেয়ে বড় সাফল্য হবে।”

Ax-4 মিশনে ৩১টি দেশের সঙ্গে যৌথভাবে ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা হবে, যার মধ্যে কিছু পরীক্ষায় ISRO-র অংশগ্রহণ রয়েছে।

এই মিশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পোল্যান্ড, হাঙ্গেরি ও ভারতের প্রতিনিধিদের প্রথম যৌথ উপস্থিতি হতে চলেছে। মহাকাশ গবেষণায় ভারতের সুদূরপ্রসারী লক্ষ্য ও আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন অধ্যায় সূচিত হচ্ছে Ax-4 এর মাধ্যমে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।