Homeখবরদেশ‘জীবনের সবচেয়ে বড় শক্তি’, উৎক্ষেপণের আগে স্ত্রী কামনাকে আবেগঘন চিঠি শুভাংশুর

‘জীবনের সবচেয়ে বড় শক্তি’, উৎক্ষেপণের আগে স্ত্রী কামনাকে আবেগঘন চিঠি শুভাংশুর

প্রকাশিত

ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার (২৫ জুন) স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে তিনি পাড়ি দিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (ISS) উদ্দেশে।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯এ থেকে ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ হয় ‘অ্যাক্সিয়ম মিশন ৪’। এই মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা আইএসএস-এ যাত্রা করা প্রথম ভারতীয় হিসেবে ইতিহাসে নাম লেখালেন। এই মিশন যৌথভাবে পরিচালনা করছে নাসা, স্পেসএক্স এবং অ্যাক্সিয়ম স্পেস।

এক স্বপ্নের সফর

লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল (CMS)-এর ছাত্র জীবন থেকে শুরু শুভাংশুর মহাকাশযাত্রার গল্প। ছোটবেলা থেকেই মেধাবী এবং স্থিরচিত্ত শুভাংশু দেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করতেন। ১৯৯৮ সালের কার্গিল যুদ্ধের সময় তাঁর মনে দেশের সেবার ইচ্ছা আরও প্রবল হয়। পরিবারের অজান্তেই UPSC-এর মাধ্যমে NDA-তে আবেদন করেন এবং সফল হন।

২০০৫ সালে কম্পিউটার সায়েন্সে স্নাতক হন NDA থেকে। এরপর ভারতীয় বায়ুসেনা একাডেমিতে ফ্লাইট ট্রেনিং সম্পন্ন করে ২০০৬ সালে অফিসিয়ালি ফাইটার পাইলট হিসেবে কমিশন পান।

সংগ্রামের গল্প

দীর্ঘ বিমানচালনার অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। প্রায় ২০০০ ঘণ্টার বেশি ফ্লাইং আওয়ারস রয়েছে তাঁর রেকর্ডে। তিনি ভারতীয় বায়ুসেনার অন্যতম দক্ষ টেস্ট পাইলট হিসেবেও পরিচিত। ২০১৯ সালে দেশের গর্বের ‘গগনযান’ প্রকল্পের জন্য নির্বাচিত হন চারজন অ্যাস্ট্রোনট-ডিজিগনেটের অন্যতম হিসেবে। এরপর রাশিয়ার ইউরি গাগারিন কসমোনট ট্রেনিং সেন্টার এবং বেঙ্গালুরুর ভারতীয় অ্যাস্ট্রোনট ট্রেনিং ফ্যাসিলিটিতে কঠোর প্রশিক্ষণ নেন।

স্ত্রীর প্রতি আবেগঘন বার্তা

অভিযানের কয়েক ঘণ্টা আগে স্ত্রী কামনাকে উদ্দেশ করে একটি আবেগঘন চিঠি লেখেন শুভাংশু। যেখানে তিনি কামনাকে ‘জীবনের সবচেয়ে বড় শক্তি’ বলে উল্লেখ করেন। কামনা নিজেও আনন্দ ও গর্বের সঙ্গে তাঁর উত্তর দেন।

শুভাংশু ও কামনার বন্ধুত্বের শুরু প্রাইমারি স্কুলে। লখনউতে তাঁদের ছোটবেলার পরিচয় এখন এক মহাকাব্যিক ভালোবাসার গল্প। কামনা জানান, শুভাংশু বরাবরই শান্ত, দৃঢ়চেতা এবং লক্ষ্যভেদে একাগ্র। তিনি বলেন, ‘‘ওর মধ্যে আমি সবসময় অর্জুনের দৃঢ়তা দেখেছি।’’

ডকিং কখন?

স্পেসএক্সের ড্রাগন স্পেসক্র্যাফটের মাধ্যমে বৃহস্পতিবার (২৬ জুন) ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ আইএসএস-এ ডকিং করেন শুভাংশুরা।

শুভেচ্ছার বন্যা

শুভাংশুর এই ঐতিহাসিক সফর নিয়ে দেশজুড়ে আনন্দ এবং গর্বের আবহ। ভারতীয় বায়ুসেনা, ইসরো এবং সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।