Homeখবরদেশ‘জীবনের সবচেয়ে বড় শক্তি’, উৎক্ষেপণের আগে স্ত্রী কামনাকে আবেগঘন চিঠি শুভাংশুর

‘জীবনের সবচেয়ে বড় শক্তি’, উৎক্ষেপণের আগে স্ত্রী কামনাকে আবেগঘন চিঠি শুভাংশুর

প্রকাশিত

ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার (২৫ জুন) স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে তিনি পাড়ি দিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (ISS) উদ্দেশে।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯এ থেকে ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ হয় ‘অ্যাক্সিয়ম মিশন ৪’। এই মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা আইএসএস-এ যাত্রা করা প্রথম ভারতীয় হিসেবে ইতিহাসে নাম লেখালেন। এই মিশন যৌথভাবে পরিচালনা করছে নাসা, স্পেসএক্স এবং অ্যাক্সিয়ম স্পেস।

এক স্বপ্নের সফর

লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল (CMS)-এর ছাত্র জীবন থেকে শুরু শুভাংশুর মহাকাশযাত্রার গল্প। ছোটবেলা থেকেই মেধাবী এবং স্থিরচিত্ত শুভাংশু দেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করতেন। ১৯৯৮ সালের কার্গিল যুদ্ধের সময় তাঁর মনে দেশের সেবার ইচ্ছা আরও প্রবল হয়। পরিবারের অজান্তেই UPSC-এর মাধ্যমে NDA-তে আবেদন করেন এবং সফল হন।

২০০৫ সালে কম্পিউটার সায়েন্সে স্নাতক হন NDA থেকে। এরপর ভারতীয় বায়ুসেনা একাডেমিতে ফ্লাইট ট্রেনিং সম্পন্ন করে ২০০৬ সালে অফিসিয়ালি ফাইটার পাইলট হিসেবে কমিশন পান।

সংগ্রামের গল্প

দীর্ঘ বিমানচালনার অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। প্রায় ২০০০ ঘণ্টার বেশি ফ্লাইং আওয়ারস রয়েছে তাঁর রেকর্ডে। তিনি ভারতীয় বায়ুসেনার অন্যতম দক্ষ টেস্ট পাইলট হিসেবেও পরিচিত। ২০১৯ সালে দেশের গর্বের ‘গগনযান’ প্রকল্পের জন্য নির্বাচিত হন চারজন অ্যাস্ট্রোনট-ডিজিগনেটের অন্যতম হিসেবে। এরপর রাশিয়ার ইউরি গাগারিন কসমোনট ট্রেনিং সেন্টার এবং বেঙ্গালুরুর ভারতীয় অ্যাস্ট্রোনট ট্রেনিং ফ্যাসিলিটিতে কঠোর প্রশিক্ষণ নেন।

স্ত্রীর প্রতি আবেগঘন বার্তা

অভিযানের কয়েক ঘণ্টা আগে স্ত্রী কামনাকে উদ্দেশ করে একটি আবেগঘন চিঠি লেখেন শুভাংশু। যেখানে তিনি কামনাকে ‘জীবনের সবচেয়ে বড় শক্তি’ বলে উল্লেখ করেন। কামনা নিজেও আনন্দ ও গর্বের সঙ্গে তাঁর উত্তর দেন।

শুভাংশু ও কামনার বন্ধুত্বের শুরু প্রাইমারি স্কুলে। লখনউতে তাঁদের ছোটবেলার পরিচয় এখন এক মহাকাব্যিক ভালোবাসার গল্প। কামনা জানান, শুভাংশু বরাবরই শান্ত, দৃঢ়চেতা এবং লক্ষ্যভেদে একাগ্র। তিনি বলেন, ‘‘ওর মধ্যে আমি সবসময় অর্জুনের দৃঢ়তা দেখেছি।’’

ডকিং কখন?

স্পেসএক্সের ড্রাগন স্পেসক্র্যাফটের মাধ্যমে বৃহস্পতিবার (২৬ জুন) ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ আইএসএস-এ ডকিং করেন শুভাংশুরা।

শুভেচ্ছার বন্যা

শুভাংশুর এই ঐতিহাসিক সফর নিয়ে দেশজুড়ে আনন্দ এবং গর্বের আবহ। ভারতীয় বায়ুসেনা, ইসরো এবং সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...