Home খবর দেশ ভারতীয় নৌসেনার সাবমেরিনের সঙ্গে মাছ ধরার নৌকার সংঘর্ষ, গোয়া উপকূলে নিখোঁজ ২...

ভারতীয় নৌসেনার সাবমেরিনের সঙ্গে মাছ ধরার নৌকার সংঘর্ষ, গোয়া উপকূলে নিখোঁজ ২ মৎস্যজীবী

0

গোয়া উপকূলের কাছে মৎস্যজীবীদের একটি নৌকার সঙ্গে ভারতীয় নৌসেনার একটি স্করপিন ক্লাস সাবমেরিনের সংঘর্ষ। বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনাটি সমুদ্রতট থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে ঘটেছে। মৎস্যজীবীদের নৌকাটিতে ১৩ জন সদস্য ছিলেন।

দুর্ঘটনার পর ভারতীয় নৌসেনা দ্রুত পদক্ষেপ নিয়ে মাছ ধরার নৌকার ১১ সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনও দু’জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খোঁজে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে নৌসেনা। উদ্ধার অভিযানে ছ’টি নৌযান এবং বিমান ব্যবহার করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, “নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে। মুম্বই মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (MRCC)-এর সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। উপকূলরক্ষী বাহিনী থেকেও অতিরিক্ত সহায়তা পাঠানো হয়েছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সংঘর্ষের কারণ তদন্ত করা হচ্ছে।

স্করপিন ক্লাস সাবমেরিনের ক্ষমতা

স্করপিন ক্লাস সাবমেরিন ভারতীয় নৌসেনার অত্যাধুনিক অস্ত্রভাণ্ডারের অন্যতম। এই সাবমেরিনের মূল বৈশিষ্ট্য হল উন্নত গোপনীয়তা, কম শব্দের বিকিরণ এবং শক্তিশালী আক্রমণ ক্ষমতা। এটি শত্রুর ওপর নির্ভুল আক্রমণ করতে টর্পেডো এবং অ্যান্টি-শিপ মিসাইল ব্যবহার করতে পারে।

এই দুর্ঘটনা সমুদ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক ও বেসামরিক সংস্থার মধ্যে সমন্বয়ের ব্যাপারে প্রশ্ন তুলেছে। নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার এবং সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনের দিকে নজর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version