Homeখবরদেশএক জনের নামে কাটা রেলের টিকিট কি অন্যের নামে বদলানো সম্ভব? জানুন...

এক জনের নামে কাটা রেলের টিকিট কি অন্যের নামে বদলানো সম্ভব? জানুন নিয়মাবলি

প্রকাশিত

দীর্ঘ দূরত্বের যাত্রায় সবচেয়ে সাশ্রয়ী ও আরামদায়ক মাধ্যম হিসেবে বিবেচিত ভারতে রেল পরিষেবা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলে ভ্রমণ করে। তবে অনেক সময় যাত্রীরা টিকিট বুক করার পরও যাত্রা করতে পারেন না, যার ফলে সেই টিকিট নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, সেই টিকিট কি অন্য কারও নামে বদলানো সম্ভব? ভারতীয় রেল এ নিয়ে কিছু নিয়ম তৈরি করেছে, যা এই সুবিধা দিয়ে থাকে। চলুন এই নিয়মগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক।

কাদের নামে টিকিট বদলানো যাবে?

পরিবারের সদস্যদের জন্য

যদি যাত্রা বাতিল হয়, তবে টিকিট পরিবারের কোনও সদস্যের (যেমন বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী বা সন্তান) নামে বদলানো যেতে পারে। এর জন্য পারিবারিক সম্পর্ক প্রমাণের নথি জমা দিতে হবে।

পড়ুয়াদের জন্য

দল বেঁধে পড়ুয়াদের ভ্রমণের ক্ষেত্রে এক জনের টিকিট অন্য পড়ুয়ার নামে বদলানোর সুযোগ দেয় রেল। এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একটি অনুরোধপত্র প্রয়োজন।

প্রতিরক্ষা বা আধাসামরিক বাহিনীর জন্য

প্রতিরক্ষা কর্মীদের টিকিট তাদের ইউনিটের অন্য সদস্যের নামে বদলানো যেতে পারে। এর জন্য ইউনিট প্রধানের অনুমোদন এবং অনুরোধপত্র জমা দিতে হবে।

বিবাহ বা দলগত ভ্রমণের জন্য

যদি বিবাহ বা অন্য কোনও কারণ উপলক্ষ্যে একই সঙ্গে একদল যাত্রী ভ্রমণ করে, তবে দলের সদস্যদের নাম বদলানোর সুযোগ রয়েছে। এর জন্য আয়োজকের একটি লিখিত অনুরোধপত্র প্রয়োজন।

টিকিট বদলানোর প্রক্রিয়া

  • টিকিট বদলানোর জন্য যাত্রীকে রেলের সংশ্লিষ্ট অফিসে একটি লিখিত অনুরোধপত্র জমা দিতে হবে।
  • যাত্রার তারিখের অন্তত ২৪ ঘণ্টা আগে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • পারিবারিক সম্পর্কের প্রমাণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ইউনিটের পত্র এবং পরিচয়পত্র জমা দিতে হবে।

একবার বদলানো টিকিট পুনরায় বদলানো যাবে না

এই সুবিধা শুধুমাত্র কনফার্ম টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েটিং লিস্ট বা আরএসি টিকিটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। টিকিট বদলানোর নিয়মে একবার নাম বদলে গেলে, তা আর অন্য কারও নামে বদলানো যাবে না। এই সুবিধা আইআরসিটিসি-র মাধ্যমে বুক করা ই-টিকিটে প্রযোজ্য নয়। ই-টিকিট বদলানোর জন্য নিকটস্থ রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে যোগাযোগ করতে হবে।

পাশাপাশি, এই সুবিধাটি ব্যবহারের আগে যাত্রীকে নিশ্চিত করতে হবে যে প্রয়োজনীয় নথি এবং আবেদন যথাসময়ে জমা দিয়েছেন। প্রক্রিয়াটি সহজ হলেও তা সময়মতো করা গুরুত্বপূর্ণ, যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।