Home খবর দেশ ইন্ডিগো ফ্লাইটে যাত্রীর মদ্যপ অবস্থায় বেয়াদপি, কলকাতায় নামতেই আটক

ইন্ডিগো ফ্লাইটে যাত্রীর মদ্যপ অবস্থায় বেয়াদপি, কলকাতায় নামতেই আটক

IndiGo Flight Incident

দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইটে ফের এক অশান্তির ঘটনা। সোমবার (১ সেপ্টেম্বর) রাতের ওই ফ্লাইটে (6E 6571) এক যাত্রীকে মদ্যপ অবস্থায় কেবিন ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার এবং সহযাত্রীদের বিরক্ত করার অভিযোগে আটক করা হয়। বিমান সংস্থা জানিয়েছে, নিয়ম মেনে তাঁকে ‘unruly passenger’ ঘোষণা করে কলকাতায় নামতেই নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

ইন্ডিগোর তরফে এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা ১ সেপ্টেম্বর দিল্লি থেকে কলকাতাগামী ফ্লাইট 6E 6571-এ অশান্তির ঘটনার বিষয়ে জানি। বিমানে থাকা এক যাত্রী, যিনি নেশাগ্রস্ত ছিলেন, কেবিন ক্রুদের সঙ্গে অসদাচরণ এবং সহযাত্রীদের বিরক্ত করছিলেন। নিয়ম অনুযায়ী তাঁকে অশান্ত যাত্রী ঘোষণা করে নিরাপত্তার হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দায়ের হয়েছে।”

বিমান সংস্থা আরও জানিয়েছে, তারা যেকোনও ধরনের বিশৃঙ্খল বা অপমানজনক আচরণের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি (zero-tolerance policy) মেনে চলে এবং যাত্রী ও ক্রুদের জন্য সর্বদা নিরাপদ, শ্রদ্ধাশীল এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: আমেরিকার ট্যারিফ জুলুম: বিকল্প খুঁজতে রাশিয়া, নেদারল্যান্ডস ও ব্রাজিলের ওষুধ বাজারে নজর ভারতের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version