নিজের নিউটাউন ক্যাম্পাসের জন্য আগামী কয়েক মাসের মধ্যে পাঁচ হাজার কর্মী নিয়োগ করতে পারে বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস।
রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ইনফোসিস নিজের লক্ষ্য পূরণের জন্য সক্রিয় ভাবে কাজ করছে। মন্ত্রীর কথায়, “ইনফোসিস ক্যাম্পাস শুরু করার প্রতিশ্রুতি পূরণ করেছে। সংস্থার যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, সে কথা আমাকে জানিয়েছে।”
ইনফোসিস গত মে মাসে নিজের ১৭.৫ একর নতুন ক্যাম্পাসে অক্ষয় তৃতীয়া পালন করেছিল। পাশাপাশি অফিসিয়াল কাজকর্মের একটি ট্রায়াল রান- ও চলছিল। বৃহস্পতিবার বাবুল সুপ্রিয় বলেন, ইনফোসিসের এই ক্যাম্পাসে মোট পাঁচ হাজার জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। আনুষঙ্গিক ভাবে আরও হাজার তিনেক লোক কাজ পাবে।
মন্ত্রী জানান, “এটি একটি বিশাল ক্যাম্পাস, তাই আনুষঙ্গিক চাকরিতে প্রচুর পরোক্ষ কর্মসংস্থান হবে।” প্রায় ৮০০ জন কর্মী ইতিমধ্যে এক বছরেরও বেশি সময় ধরে অন্য ভাড়া করা জায়গায় কাজ করছেন বলে জানান মন্ত্রী। সেই কর্মীদেরও নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয়েছে।
বলে রাখা ভালো ইনফোসিসের এই প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল ২০০৮ সালে। সেসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ইনফোসিসকে ৯০ একর জমি দেওয়ার ঘোষণা করে। কিন্তু বাদ সাধে একটি দুর্ঘটনা। প্রকল্পের পাশে একটি রিসোর্টে আগুন লাগে।
এরপর ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনফোসিস এবং উইপ্রোকে ৫০ একর জমি অফার করেন। সেবার এসইজেড সমস্যায় ফের প্রকল্পের কাজ আর এগোয়নি। ২০১৭ সালে রাজ্য সরকার বিকল্প প্রস্তাব তৈরি করলে চুক্তি সাক্ষর হয়।
আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর শেয়ার ৫ শতাংশ লাফিয়ে ৫৩ সপ্তাহের সপ্তাহের উচ্চতায়, কারণটা কী