সপ্তাহের শেষ দিনে (শেয়ার কেনাবেচার) তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর ভেলকি। এই সংস্থার শেয়ার এক ধাক্কায় ৫ শতাংশ লাফিয়ে, ৫২ সপ্তাহের উচ্চতায় সর্বোচ্চ উচতায় পৌঁছেছে শুক্রবার।
এমনিতে টিসিএস (TCS)-এর শক্তিশালী প্রথম ত্রৈমাসিক ফলাফলের পরে বেশিরভাগ আইটি স্টক বেড়েছে শুক্রবার। এরই মধ্যে উইপ্রো ঘোষণা করে আগামী ১৯ জুলাই প্রথম ত্রৈমাসিক ফলাফলের ঘোষণা করবে। এ দেশের আইটি পরিষেবার অন্যতম সংস্থা উইপ্রোর শেয়ারগুলি ৫২ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গিয়েছে।
Zomato, Info Edge India, Firstsource Solutions, এবং Eclerx Services-এর মতো সমকক্ষ কোম্পানিগুলিতে দেখা যায় এমন প্রবণতা অনুসরণ করে আজ, উইপ্রো-র স্টক মূল্য ৪.৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৬০.০৫ টাকায় পৌঁছেছে। এছাড়াও, বেঞ্চমার্ক সূচক নিফটি এবং সেনসেক্সও বৃদ্ধি দেখিয়েছে, নিফটি .৭৭ শতাংশ এবং সেনসেক্স .৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ফিউচার মূল্য বৃদ্ধি এবং উইপ্রোতে উন্মুক্ত আগ্রহ অদূর ভবিষ্যতে ইতিবাচক গতির ইঙ্গিত দিচ্ছে। তাই তাড়াহুড়ো করে বিক্রির পথে পা বাড়াতে নিষেধ করেছেন তাঁরা।
বিশ্লেষকদের মতে, উইপ্রো- র সম্ভাব্য দামের প্রবণতাগুলি কতকটা এ রকম হতে পারে…
*গড় মূল্য লক্ষ্য ৪২৬.৫ টাকা, বর্তমান বাজার মূল্যের থেকে ১৭.৪২ শতাংশ কম।
*বিশ্লেষকদের অনুমানগুলির মধ্যে সর্বনিম্ন লক্ষ্য মূল্য হল ৩৮০ টাকা৷
*বিশ্লেষক অনুমানগুলির মধ্যে সর্বোচ্চ লক্ষ্য মূল্য হল ৬০৭ টাকা৷
আরও পড়ুন: টিসিএস-এ অফিসে গিয়ে কাজের হার এক ধাক্কায় বেড়ে ৭০ শতাংশ! নেপথ্যে কি পরিবর্তনশীল বেতন নীতি?