HomeখবরদেশIRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং...

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

প্রকাশিত

রেলযাত্রীদের জন্য বড় খবর। অনলাইন টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু করতে চলেছে IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)। রেলের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সময়ের মধ্যে শুধুমাত্র আধার যাচাইকৃত (Aadhaar-authenticated) ব্যবহারকারীরাই রিজার্ভ টিকিট বুক করতে পারবেন।

IRCTC-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২৮ অক্টোবর ২০২৫ থেকে রিজার্ভ টিকিট বুকিংয়ের প্রথম দিনে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড ইউজাররাই টিকিট বুক করতে পারবেন।”

অর্থাৎ, বুকিংয়ের প্রথম দিনের প্রাথমিক দুই ঘণ্টায় আধার যাচাই না করা অ্যাকাউন্ট থেকে টিকিট বুক করা যাবে না। তবে সকাল ১০টার পর থেকে সাধারণ ব্যবহারকারীরাও টিকিট বুক করতে পারবেন।

নতুন নিয়মে কারা টিকিট বুক করতে পারবেন?

যাঁদের IRCTC অ্যাকাউন্টে আধার নম্বর লিঙ্ক করা নেই, তাঁদের দ্রুত আধার যাচাই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য যাত্রীরা IRCTC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করে “My Profile → Aadhaar KYC Update” সেকশনে গিয়ে নিজেদের আধার নম্বর লিঙ্ক করতে পারবেন।

তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক

রেলের তরফে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে শুধুমাত্র আধার-ভিত্তিক ইউজাররাই তৎকাল টিকিট (Tatkal Ticket) বুক করতে পারবেন। এছাড়া ১৫ জুলাই ২০২৫ থেকে অনলাইন তৎকাল টিকিট বুকিংয়ের সময় আধার-ভিত্তিক OTP (One-Time Password) যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

অর্থাৎ, তৎকাল টিকিট বুক করার সময় ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেই OTP প্রবেশ করিয়ে বুকিং সম্পূর্ণ করতে হবে।

এই OTP যাচাইয়ের নিয়ম অনলাইন বুকিং, রেলওয়ে কাউন্টার, এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমে বুকিং—সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

কাউন্টার বুকিংয়ে পরিবর্তন নেই

IRCTC জানিয়েছে, নতুন নিয়ম শুধুমাত্র অনলাইন রিজার্ভ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। রেলস্টেশনের Passenger Reservation System (PRS) কাউন্টার থেকে বুকিংয়ের নিয়মে কোনও পরিবর্তন হবে না।
যাত্রীরা পূর্বের মতোই কাউন্টার থেকে রিজার্ভ টিকিট কিনতে পারবেন।

১ অক্টোবর থেকে নতুন নির্দেশিকা কার্যকর

১ অক্টোবর ২০২৫ থেকে রিজার্ভ টিকিট বুকিংয়ের প্রথম ১৫ মিনিটের মধ্যেও শুধুমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারীরা বুকিং করতে পারবেন।  এরপর সাধারণ ব্যবহারকারীদের জন্য বুকিং খুলে যাবে। এই নিয়মটি অনলাইন বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জালিয়াতি রোধের উদ্দেশ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

আরও পড়ুন

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।