রেলযাত্রীদের জন্য বড় খবর। অনলাইন টিকিট বুকিংয়ে নতুন নিয়ম চালু করতে চলেছে IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)। রেলের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সময়ের মধ্যে শুধুমাত্র আধার যাচাইকৃত (Aadhaar-authenticated) ব্যবহারকারীরাই রিজার্ভ টিকিট বুক করতে পারবেন।
IRCTC-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২৮ অক্টোবর ২০২৫ থেকে রিজার্ভ টিকিট বুকিংয়ের প্রথম দিনে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড ইউজাররাই টিকিট বুক করতে পারবেন।”
অর্থাৎ, বুকিংয়ের প্রথম দিনের প্রাথমিক দুই ঘণ্টায় আধার যাচাই না করা অ্যাকাউন্ট থেকে টিকিট বুক করা যাবে না। তবে সকাল ১০টার পর থেকে সাধারণ ব্যবহারকারীরাও টিকিট বুক করতে পারবেন।
নতুন নিয়মে কারা টিকিট বুক করতে পারবেন?
যাঁদের IRCTC অ্যাকাউন্টে আধার নম্বর লিঙ্ক করা নেই, তাঁদের দ্রুত আধার যাচাই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য যাত্রীরা IRCTC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করে “My Profile → Aadhaar KYC Update” সেকশনে গিয়ে নিজেদের আধার নম্বর লিঙ্ক করতে পারবেন।
তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক
রেলের তরফে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে শুধুমাত্র আধার-ভিত্তিক ইউজাররাই তৎকাল টিকিট (Tatkal Ticket) বুক করতে পারবেন। এছাড়া ১৫ জুলাই ২০২৫ থেকে অনলাইন তৎকাল টিকিট বুকিংয়ের সময় আধার-ভিত্তিক OTP (One-Time Password) যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
অর্থাৎ, তৎকাল টিকিট বুক করার সময় ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেই OTP প্রবেশ করিয়ে বুকিং সম্পূর্ণ করতে হবে।
এই OTP যাচাইয়ের নিয়ম অনলাইন বুকিং, রেলওয়ে কাউন্টার, এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমে বুকিং—সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
কাউন্টার বুকিংয়ে পরিবর্তন নেই
IRCTC জানিয়েছে, নতুন নিয়ম শুধুমাত্র অনলাইন রিজার্ভ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। রেলস্টেশনের Passenger Reservation System (PRS) কাউন্টার থেকে বুকিংয়ের নিয়মে কোনও পরিবর্তন হবে না।
যাত্রীরা পূর্বের মতোই কাউন্টার থেকে রিজার্ভ টিকিট কিনতে পারবেন।
১ অক্টোবর থেকে নতুন নির্দেশিকা কার্যকর
১ অক্টোবর ২০২৫ থেকে রিজার্ভ টিকিট বুকিংয়ের প্রথম ১৫ মিনিটের মধ্যেও শুধুমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারীরা বুকিং করতে পারবেন। এরপর সাধারণ ব্যবহারকারীদের জন্য বুকিং খুলে যাবে। এই নিয়মটি অনলাইন বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জালিয়াতি রোধের উদ্দেশ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


