Homeখবরদেশগগনযান মিশন: পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়সূচি ঘোষণা করে দিল ইসরো

গগনযান মিশন: পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়সূচি ঘোষণা করে দিল ইসরো

প্রকাশিত

আগামী ২১ অক্টোবর গগনযান মিশনের (Mission Gaganyaan) প্রথম পরীক্ষামূলক মহাকাশযানের উৎক্ষেপণ। সেই উৎক্ষেপণ কখন হবে, সোমবার তা ঘোষণা করে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।

এ দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইসরো লিখেছে “মিশন গগনযান: ফ্লাইট টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১ বা টিভি-ডি১ টেস্ট ফ্লাইটটি ২১ অক্টোবর তারিখে পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে হবে উৎক্ষেপণ” একইসঙ্গে ক্রু মডিউল (CM)-এর ছবিও শেয়ার করেছে ইসরো। গগনযান মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যাবে।

আসন্ন গগনযান মিশনেপ একটি অংশ হিসাবে, ওই দিন ক্যাপসুলের কার্যকারিতা এবং জরুরি পরিত্রাণ ব্যবস্থা পরীক্ষা করবে ইসরো। এই মিশনের সঙ্গেই এই বছরের শেষ নাগাদ তিন জন মহাকাশচারীকে নিম্ন-পৃথিবী কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

এই মুহুর্তে, ক্রুরা বেঙ্গালুরুতে মহাকাশচারী প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছেন। সেখানে মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা। প্রশিক্ষণের মধ্যে রয়েছে সিমুলেশন, শারীরিক সুস্থতা এবং মিশন সম্পর্কিত একাডেমিক কোর্স, ইত্যাদি।

নির্ধারিত পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়, সিএম চাপমুক্ত থাকবে। এটি ক্রায়োজেনিক, তরল এবং কঠিন ধাপ-সহ একটি দেশীয় এলভিএম-৩ রকেট ব্যবহার করে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। পরীক্ষার একটি অংশ হিসাবে, সিএম-এর বিভিন্ন উপাদানের মূল্যায়ন করা হবে। যার মধ্যে রয়েছে একটি ক্রু এস্কেপ সিস্টেম (CES)। মানুষের প্রয়োজনীয়তা পূরণের কথা মাথায় রেখে রকেটটিকে পুনরায় কনফিগার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে চূড়ান্ত গগনযান মিশন শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। তার আগে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবতীয় বিষয় খতিয়ে দেখছে ইসরো। চূড়ান্ত মিশনে ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় পাঠানো হবে মহাকাশচারীদের। সেখানে গিয়ে গবেষণার কাজ চালাবেন তাঁরা।

আরও পড়ুন: নিঠারি নৃশংস হত্যাকাণ্ডে ২ মূল অভিযুক্তের ফাঁসির সাজা রদ এলাহাবাদ হাইকোর্টে, সত্যঘটনা কি প্রকাশ্য আসবে?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।