HomeখবরদেশISRO আবার ইতিহাস গড়ল, পৃথিবী পর্যবেক্ষণের জন্য EOS 08-এর সফল উৎক্ষেপণ

ISRO আবার ইতিহাস গড়ল, পৃথিবী পর্যবেক্ষণের জন্য EOS 08-এর সফল উৎক্ষেপণ

প্রকাশিত

নয়াদিল্লি: পৃথিবী পর্যবেক্ষণের জন্য শুক্রবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে EOS-8 সফল ভাবে উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)।

এই রকেটের ভিতরে একটি নতুন আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-8 উৎক্ষেপণ করা হয়েছে। একটি ছোট উপগ্রহ SR-0 DEMOSAT, একটি যাত্রী উপগ্রহও রকেটের সঙ্গে পাঠানো হয়েছে। উভয় স্যাটেলাইট পৃথিবী থেকে ৪৭৫ কিলোমিটার উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষপথে ঘুরবে।

SSLV-D3-EOS-08 মিশনে বহন করা উপগ্রহগুলির ওজন ১৭৫.৬ কেজি। EOS-08 মিশনের উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে একটি মাইক্রোস্যাটেলাইট ডিজাইন এবং বিকাশ করা। EOS 08-এর তিনটি পেলোড রয়েছে যার মধ্যে রয়েছে ইলেক্ট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলোড (EOIR), গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-রিফ্লেক্টোমেট্রি পেলোড (GNSS-R) এবং এসআইসি ইউভি ডসিমিটার (SiC UV Dosimeter)।

EOIR পেলোড স্যাটেলাইট ভিত্তিক নজরদারি, দুর্যোগ পর্যবেক্ষণ, পরিবেশগত পর্যবেক্ষণ ইত্যাদির জন্য ছবি তুলবে। সেভাবেই এটি তৈরি করা হয়েছে। GNSS-R সমুদ্র পৃষ্ঠের বায়ু বিশ্লেষণ, মাটির আর্দ্রতা অনুমান, বন্যা সনাক্তকরণ ইত্যাদির জন্য দূরবর্তী অনুধাবন ক্ষমতা প্রদর্শন করবে। এসআইসি ইউভি ডসিমিটার গগনযান মিশনে অতিবেগুনী বিকিরণ নিরীক্ষণ করবে। এসআইসি ইউভি ডসিমিটার গগনযান মিশনে অতিবেগুনী বিকিরণ নিরীক্ষণ করবে।

বলে রাখা ভালো, EOIR পেলোড মিড-ওয়েভ এবং লং-ওয়েভ ইনফ্রারেড ব্যান্ড উভয়ের ইমেজ ক্যাপচার করবে, এটি দিনে ও রাতে কার্যকরীভাবে কাজ করতে সক্ষম করবে। মিড-ওয়েভ ইনফ্রারেড (MWIR) এবং লং-ওয়েভ ইনফ্রারেড (LWIR) হল এমন ধরনের আলো যা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারি না কিন্তু তাপ হিসেবে অনুভব করতে পারি। উপগ্রহ পৃথিবী পর্যবেক্ষণ এবং অধ্যয়ন করতে এই ধরনের আলো ব্যবহার করা হয়।

এ দিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ছোট উপগ্রহ লঞ্চ ভেহিকেল (SSLV-D3) চড়ে আর্থ অবজারভেশন স্যাটেলাইট (EOS-08) সফলভাবে উৎক্ষেপণ করেছে ইসরো। এই মিশনটি SSLV উন্নয়ন পর্বের সমাপ্তি চিহ্নিত করে, যা ভারতীয় শিল্প এবং নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL)-এর ভবিষ্যত অপারেশনাল মিশনের পথ সুগম করে দেয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।