Homeখবরদেশ‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

প্রকাশিত

একটি বিতর্কিত পোস্টার ঘিরে সমালোচনার মুখে পড়ল IIT Bombay। দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে আসন্ন কর্মশালা “South Asian Capitalism(s)”-এর প্রচার পোস্টারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি ব্যবহার করা হয়েছে। তাঁদের রাখা হয়েছে সেই স্তরে, যেখানে লেখা রয়েছে “We Fool You”—যা অতীতে পুঁজিবাদ বিরোধী প্রচারের ঐতিহাসিক কার্টুনে ধর্মগুরুরা রাখা হয়েছিল।

কর্মশালার তথ্য

ইভেন্টটি আয়োজন করেছে UC Berkeley, IIT Bombay এবং University of Massachusetts Amherst। আগামী ১২–১৩ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে কর্মশালা। পোস্টারে দেখানো হয়েছে “Pyramid of Capitalist India”, যা বিখ্যাত ১৯১১ সালের “Pyramid of Capitalist System” কার্টুনের আদলে তৈরি। মূল বার্তা—কৃষক ও শ্রমিকের ঘাড়ে ভর করেই টিকে আছে পুঁজিবাদী সমাজব্যবস্থা।

অনলাইনে প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় পোস্টার ভাইরাল হতেই IIT Bombay-এর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে।

  • এক ব্যবহারকারী লিখেছেন, “মানবিক শাস্ত্র IIT-তে আনার ফলেই আজ এই অবস্থা।”
  • আরেকজন মন্তব্য করেন, “সরকারি অর্থে চলা প্রতিষ্ঠানে নির্বাচিত সরকারপ্রধানদের এভাবে কটাক্ষ করা হচ্ছে।”
  • আরও অনেকে দাবি তুলেছেন, IIT-কে মানবিক শাস্ত্র থেকে মুক্ত করতে হবে এবং “বামপন্থী মতাদর্শ” ছড়ানো বন্ধ করতে হবে।

একজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, “সরকারি তহবিল দিয়ে চলা IIT কীভাবে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে প্রচার চালাতে পারে? শিক্ষা মন্ত্রকের ব্যাখ্যা দেওয়া উচিত।”

cartoon controvercy detals

পোস্টারের বিতর্কিত দিক

  • ১৯১১ সালের মূল কার্টুনে “We Fool You” স্তরে খ্রিষ্টান পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতাদের দেখানো হয়েছিল।
  • নতুন ভার্সনে তার বদলে বসানো হয়েছে নির্বাচিত নেতাদের ছবি।
  • পোস্টারে কেবল একজন গেরুয়া বসনধারী সন্ন্যাসীর ছবি রাখা হলেও, মুসলিম বা খ্রিষ্টান ধর্মযাজক দেখানো হয়নি। এই নির্বাচনকেই অনেকেই ইচ্ছাকৃত পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়েছেন।

সংগঠকদের অবস্থান

কর্মশালার ওয়েবসাইটে জানানো হয়েছে, এটি ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি একাডেমিক ইভেন্ট। UC Berkeley-এর একাধিক সেন্টার, যার মধ্যে চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এবং সেন্টার অন কন্টেম্পোরারি ইন্ডিয়া রয়েছে, সহ-স্পনসর করছে অনুষ্ঠান।

বর্তমান পরিস্থিতি

Business Today জানিয়েছে, IIT Bombay-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের পক্ষ থেকে মন্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুন

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।

কী ভাবে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন? জানুন খুঁটিনাটি

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দুই কক্ষের সাংসদরা। মোট ৭৮১ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই ৩৯১। এনডিএর কাছে রয়েছে ৪২৭ ভোট, বিরোধী শিবির পিছিয়ে।