Homeখবরদেশআগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনে চাপা পড়ে অন্তত ৮ জনের...

আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনে চাপা পড়ে অন্তত ৮ জনের মৃত্যু মহারাষ্ট্রে

প্রকাশিত

মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাচোরা রেলওয়ে স্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত আটজন যাত্রীর। পুষ্পক এক্সপ্রেস থেকে আতঙ্কিত যাত্রীরা ঝাঁপ দেওয়ার পর কর্নাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার ভ্রান্ত গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কিছু যাত্রী ট্রেনের আলার্ম চেন টেনে (ACP) থামানোর চেষ্টা করেন, কিন্তু ট্রেন পুরোপুরি থামার আগেই চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ভাগ্যবশত, অনেকেই পাশের লাইনে পড়ে যান, ঠিক তখনই কর্নাটক এক্সপ্রেস দ্রুতগতিতে এসে তাঁদের পিষে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাইনে কাজ চলার কারণে ট্রেনকে ধীরগতিতে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময় ট্রেনের চাকার ঘর্ষণে স্ফুলিঙ্গ বের হতে দেখে আগুন লেগেছে বলে গুজব রটে। মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু মানুষ চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন।

জানা গিয়েছে, প্রায় ৩০-৪০ জন আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য তৎপরতা শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনার খবর পেয়েই ভুসাওয়াল ডিভিশনের রেলওয়ে ম্যানেজার (DRM) ঘটনাস্থলে রওনা দেন। ইতিমধ্যে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সেখানে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছেন।

রাজ্য সরকারের পক্ষ থেকেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ও মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের চিকিৎসা চলছে।

এই মর্মান্তিক ঘটনায় কীভাবে ভ্রান্ত গুজব ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।