Homeখবরদেশজম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন ২০২৪: বুথফেরত সমীক্ষায় কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট এগিয়ে

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন ২০২৪: বুথফেরত সমীক্ষায় কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট এগিয়ে

প্রকাশিত

৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোট বেশ ভালো অবস্থানে রয়েছে।

তিনটি প্রধান সংস্থা – দৈনিক ভাস্কর, ইন্ডিয়া টুডে-সিভোটার এবং পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী, এই জোট ৩৫টিরও বেশি আসন জিততে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, বিজেপি ২০টির মতো আসন পেতে পারে, এবং পিডিপি ৪-৭টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নির্বাচনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিলের পর প্রথম বিধানসভা নির্বাচন। সেই সময় জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল। এই নির্বাচনে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স যৌথভাবে লড়াই করেছে, যেখানে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এক্সিট পোলের ফলাফল:

টাইমস নাও: বিজেপি ২২-৩২, কংগ্রেস+ ৫০-৬৪, অন্যান্য ২-৮

নিউজ ২৪-চাণক্য: বিজেপি ১৮-২৪, কংগ্রেস+ ৫৫-৬২, অন্যান্য ২-৫

ইন্ডিয়া টিভি-সিএনএক্স: বিজেপি ০-০, কংগ্রেস+ ০-০, অন্যান্য ০-০

রিপাবলিক টিভি-পি মারক: বিজেপি ১৮-২৪, কংগ্রেস+ ৫৫-৬২, অন্যান্য ২-৫

উল্লেখ্য, গত ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাগুলি ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দিয়েছিল। তবে জনমত পিডিপিকে এগিয়ে রেখেছিল, বিজেপি, এনসি এবং কংগ্রেসের থেকে। সিভোটারের এক্সিট পোল পূর্বাভাস দিয়েছিল যে কোনো দলই ৮৭ আসনের বিধানসভায় ৪৪ আসনের সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করতে পারবে না। অনুমান অনুযায়ী, পিডিপি ৩২-৩৮টি আসনে শীর্ষে থাকবে, বিজেপি পাবে ২৭-৩৩টি আসন, এনসি ৮-১৪টি এবং কংগ্রেস ৪-১০টি আসন পাবে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, পিডিপি ২৮টি আসন জিতেছে, বিজেপি ২৫টি, এনসি ১৫টি এবং কংগ্রেস ১২টি আসন লাভ করে।

সূত্র: দৈনিক ভাস্কর, ইন্ডিয়া টুডে-সিভোটার, পিপলস পালস।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।