রাজৌরি: শুক্রবার রাজৌরির জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত অন্তত পাঁচ জওয়ান। প্রাথমিক ভাবে দুই জওয়ান নিহত ও তিনজন আহত হন। পরে আহত বাকি তিন জওয়ানও মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন চারজন প্যারা কমান্ডো এবং রাষ্ট্রীয় রাইফেলসের এক কমান্ডো।
জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান এখনও চলছে। রাজৌরি সেক্টরের কান্দি বেল্টে এনকাউন্টার চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। রিপোর্ট বলা হয়েছে, এডিজি মুকেশ সিং ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
শুক্রবার এক প্রতিরক্ষা মুখপাত্র জানান, সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সেই অভিযানের সময়ই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
এ দিন রাজৌরির কান্দি জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। সেখানকার একটি গুহায় ঢুকে পড়া জঙ্গিদের একটি গোষ্ঠীর উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়েছিল। জঙ্গিদের ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই। সেই সময় সন্ত্রাসবাদীদের আইইডি বিস্ফোরণে প্রথমে প্রাণ হারান দুই জওয়ান।
সেনাবাহিনী জানায়, আহত সেনাকর্মীদের উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁদেরও মৃত্যু হয়। প্রাথমিক রিপোর্টে অনুমান করা হয়েছে যে জঙ্গলের ভিতর আটকে পড়েছে জঙ্গিরা। তাদের মধ্যে হতাহতের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে এখনও পর্যন্ত মোট চারজন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। বৃহস্পতিবার বারামুলার ওয়ানিগাম পায়েন ক্রিরি এলাকায় এনকাউন্টারে মৃত্যু হয় দুই লস্কর জঙ্গির। নিহতদের নাম শাকির মাজিদ ও হানাম আহমেদ শেহ। তার আগে বুধবার কুপওয়াড়াতেও জঙ্গি দমন অভিযানে সাফল্য পায় বাহিনী। ওই দিন দুই জইশ জঙ্গিকে খতম করে সেনা।
আরও পড়ুন: ক্রেমলিনে ড্রোন হামলার কথা জানত ওয়াশিংটন! যোগ্য জবাবের হুঁশিয়ারি রাশিয়ার