নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শনিবার নিহত দুই জঙ্গি। সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এই গুলির লড়াই শুরু হয়। এই সংঘর্ষের কয়েক ঘণ্টা আগেই শ্রীনগরের খানিয়ার এলাকায়ও একটি একই ধরনের ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, নিহত জঙ্গিদের একজন বিদেশি এবং অন্যজন স্থানীয় বাসিন্দা। তবে তারা কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিরাপত্তা বাহিনী এলাকায় জঙ্গিদের উপস্থিতির তথ্য পেয়ে এই অভিযান চালায়। সংঘর্ষ চলাকালীন আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অন্যদিকে, শনিবার শ্রীনগরেও এনকাউন্টার শুরু হয়েছে বলে খবর। বড়সড় জঙ্গি দমন অভিযান চলছে দোদা, কিস্তেওয়ার, পুঞ্চ, রাজৌরি সহ জম্মু-কাশ্মীরের ৩০ জায়গায়।
এটি কাশ্মীর উপত্যকায় শুক্রবার থেকে চতুর্থ সন্ত্রাসবিরোধী অভিযানের ঘটনা। শুক্রবার বুদগাম জেলায় উত্তর প্রদেশের দুই অভিবাসী শ্রমিককে গুলি করা হয়। আহত অবস্থায় তাঁদের শ্রীনগরের জেভিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।
এর আগে অক্টোবর মাসের শুরুতে, গান্দেরবাল জেলার সোনামার্গ এলাকায় নির্মাণ সাইটে জঙ্গিদের গুলিতে একজন ডাক্তার এবং ছয়জন অভিবাসী শ্রমিক নিহত হন।
গত ১৮ অক্টোবর, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে এক বিহারের অভিবাসী শ্রমিককে জঙ্গি গুলি করে হত্যা করে। স্থানীয়রা তার দেহ গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পায়।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের উপর ফের জঙ্গি হামলা, আহত ২